সাধারণত মুদ্রা স্ফীতি বলতে এমন একটি অবস্থা বুঝায়, যখন দ্রব্য মূল্য অস্বাভাবিক রুপে বেড়ে যায় এবং অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পেতে থাকে । মূলত অর্থের পরিমাণ বৃদ্ধিই হলো মুদ্রাস্ফীতি অর্থাৎ কোন দেশে মোট অর্থের যোগান তার চাহিদার তুলনায় বেশি হলে মুদ্রাস্ফীতি দেখা যায় ।
যখন দেশে দ্রব্য সামগ্রির যোগানের তুলনায় চাহিদা বেড়ে যায় এবং জনগণ বেশি টাকা দিয়ে কম পরিমাণ দ্রব্য সামগ্রী কিনতে বাধ্য হয়, তখন সেই অবস্থাকে বলে মুদ্রাস্ফীতি । তবে মুদ্রাস্ফীতি কোন এক বা দুটি পণ্যের মূল্য বৃদ্ধিকে বুঝায় না, বরং সামগ্রিক অর্থনীতির সকল পণ্যের গড় মূল্য বৃদ্ধিকে বুঝায় । মুদ্রাস্ফীতি একটি ভারসাম্যহীন অবস্থা । এটি অর্থনীতির একটি সামগ্রিক কাঠামো । এ পরিস্থিতিতে অর্থনীতির মোট চাহিদা তার উৎপাদিত দ্রব্য ও সেবার যোগান থেকে বেশি হওয়ার কারণে দাম স্তর ক্রমেই বাড়তে থাকে ।
মুদ্রাস্ফীতির সাধারণ কারণগুলো হলো –
১. মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান কারণ হলো অর্থের যোগান বৃদ্ধি ।
২. সরকারের আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি ঘটে ।
৩. বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সহজ শর্তে অধিক ঋণ দান ।
৪. উৎপাদন হ্রাস আরেকটি উলেখযোগ্য কারণ ।
৫. আন্তর্জাতিক বাণিজ্যের উদ্বৃত্ত মুদ্রাস্ফীতি ঘটায় ।
৬. অনুৎপাদনশীল ঘাতে ব্যয় বৃদ্ধি ।
৭. বেতন কাঠামো পরিবর্তন ও মুদ্রাস্ফীতি ঘটায় ।
৮. এছাড়াও সরকারের ঘাটতি ব্যয় নির্বাহ, মজুরিবৃদ্ধি, প্রাকৃতিকদুর্যোগ, কর হ্রাস এগুলোও মুদ্রাস্ফীতির অন্যতম কিছু কারণ ।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার যা করে থাকে –
১. ব্যাংকগুলো সুদের হার বৃদ্ধি, ঋণপত্র বিক্রয় ও নগদ জমার অনুপাতের বৃদ্ধি ঘটিয়ে থাকে ।
২. সরকারি ব্যয় হ্রাস, করের পরিমাণ বৃদ্ধি করে থাকে ।
৩. দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, মজুরি নিয়ন্ত্রণ, উৎপাদন বৃদ্ধি ঘটানো হয় ।
৪. আমদানি বৃদ্ধি, প্রচলিত মুদ্রা বাতিল, ফটকা কারবার নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করে থাকে ।
সফলতার জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই কারন কেউ কখনও কাউকে সফলতা এনে দিতে পারে না.. শুধুমাত্র সহযোগী হতে পারে। ফরেস্ক্র পেশায় আমাদের সফল
অনেকে প্রশ্ন করেন ভাই ট্রেডিংয়ে সফলতার মূলমন্ত্র কি? যদিও সফলতা অনেক দূর কিন্তু আমি আমার ছোট ট্রেডিং ক্যরিয়ারের আলকে বলতে পারি ট্রেডিং
ফরেক্স মার্কেটে যত ধরনের জনপ্রিয় এবং প্রফিটেবল ট্রেডিং সিস্টেম রয়েছে তার মধ্যে স্কাল্পিং(Scalping) ট্রেডিং সিস্টেম অন্যতম। খুব অল্প সময়ের ম
আসল Head & Shoulders Pattern প্রায়শই ঘটে না, কিন্তু যখন এটি তৈরি হয় তখন অনেক ট্রেডাররা এই প্যাটার্নকে মার্কেটে একটা বড় ধরনের ট্রেন্ড রিভারসেল (Reversal) প্
শুধুমাত্র ফরেক্স ট্রেডিং নয় জীবনের সকল স্তরে সফলতার জন্য প্রয়োজন লোভ থেকে দূরে থাকা। যারা লোভকে জয় করতে পারবে তাদের জন্য দীর্ঘস্থায়ী স
মানুষ অভ্যাসের দাস তাই তার পূর্বের অভ্যাস বা অবেগগুলোকে সে খুব সহজেই ঝেড়ে ফেলতে পারে না। ফরেক্স ট্রেডিংয়ে লসের অন্যতম কারন হল এই আবেগগু
দীর্ঘদিন ধরে ফরেক্স মার্কেটে সফলতার সাথে টিকে আছেন এমন কিছু ট্রেডারের কাছে যদি প্রশ্ন করা হয়, ট্রেডিংয়ের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্
প্রায় ৮ বছরের অভিজ্ঞতার আলোকে বলছি, অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য নয় বরং নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে তৈরি করাই হোক আপনার ট্রেডিংয়
এমন কি আছে যা শিখলে ফরেক্স মার্কেট আয়ত্তে আনা সম্ভব? আচ্ছা এমন কিছু কি আছে যা শিখলে ফরেক্স মার্কেটকে ভালোভাবে আয়ত্তে আনা সম্ভব হবে? এমন