loading

FOREX BASIC COURSE

ফরেক্স মার্কেটে সুদের হারের প্রভাব

  • 5.0 (2 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 23rd, 2019 07:22 pm

আমরা জানি যখন একটি কারেন্সির সুদের হার বাড়ান হয় তখন সেই কারেন্সি আগের থেকে শক্তিশালী হয়ে যায়। সুদের হার বাড়বে না কমবে তা দেশের কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু প্রশ্ন হল, সুদের হার বাড়লে কেন ডলার শক্তিশালী হবে, কারেন্সির সাথে সুদের হারের সম্পর্কই বা কি, অথবা কোন ধরনের ট্রেডারদের জন্য সুদের হার সংক্রান্ত নিউজগুলো গুরুত্বপূর্ণ ?

বলার অপেক্ষা রাখে না, ফরেক্স মার্কেটকে যে সকল নিউজ ইভেন্ট রয়েছে তার মধ্যে সুদের হার সংক্রান্ত নিউজ খুবই গুরুত্বপূর্ণ। যারা নিউজ ট্রেড করতে ভালোবাসেন তাদের জন্য এই নিউজ ইভেন্ট অনেক কাঙ্ক্ষিত এবং অপেক্ষারও বটে। বিশ্বের আটটি প্রধান কেন্দ্রীয় ব্যাংকের যে কোনটিতেই যখন সুদের হার পরিবর্তন করে, মার্কেটে তাৎক্ষনিকভাবে তার প্রভাব পড়ে, বিশেষকরে সুদের হারের পরিবর্তনটা যদি অপ্রত্যাশিত হয় । আর যেহেতু মার্কেটে হটাৎ করে বড় ধরনের পরিবর্তন যে কোন ট্রেডারকেই অবাক ও কোন কোন ক্ষেত্রে দিশেহারা করে দেয়, আপনার যদি আগে থেকেই প্রস্তুতি থাকে, তাহলে আপনি বরং এ ধরনের বড় মার্কেট মুভমেন্ট থেকে বড় ধরণের লাভ করতে পারবেন ।

সুদের নির্ধারন হবার পদ্ধতি ?

আমরা সারা মাসে বিভিন্ন নিউজ দেখি, যেমনঃ বেকারত্ব হারের রিপোর্ট, রিটেইল সেলস রিপোর্ট, মূল্যস্ফীতি রিপোর্ট ইত্যাদি, এ রিপোর্টগুলোই কিন্তু মূল ভূমিকা রাখে সুদের হার নির্ধারণে । এই রিপোর্ট গুলোকে বলা হয় ইকোনমিক ইন্ডিকেটর । কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টররা নিয়মিত বৈঠকে মিলিত হন একটি নির্দিষ্ট সময় পরপর, সুদের হার পুনঃনির্ধারনে । এসব বৈঠকে তারা পর্যবেক্ষণ করেন, দেশের অর্থনীতি কোন পথে আগাচ্ছে । যদি, তারা লক্ষ্য করেন যে, অর্থনীতি চাঙ্গা হচ্ছে, তাহলে তারা সাথে সাথে এটাও লক্ষ্য করেন যে, মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে কিনা । কেননা, অর্থনীতি চাঙ্গা হওয়া মানে, বাজারে অর্থের সরবরাহ বৃদ্ধি পাওয়া । আর এর ফলে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে । মানে, অর্থনীতি চাঙ্গা থাকলেও অর্থনীতিবিদদের সবসময় চ্যালেঞ্জের মুখে থাকতে হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রনের জন্য । আর এক্ষেত্রে সমাধানের উপায় হচ্ছে অর্থনীতিকে কিছুটা স্থবির করে দেয়া সুদের হার বাড়ানোর মাধ্যমে । এতে বিনিয়োগ কিছুটা কমে বাজারে অর্থের সরবরাহ কিছুটা কমে যায় । ফলে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রনে থাকে । এক্ষেত্রে, কেন্দ্রীয় ব্যাংককে খুব সতর্কতার সাথে ভারসাম্যমুলক পদক্ষেপ নিতে হয়, যাতে অর্থনীতিও চাঙ্গা থাকে, আর মূল্যস্ফীতিও নিয়ন্ত্রনে থাকে ।

ঠিক তেমনিভাবে, অর্থনীতি যখন ক্রান্তিকাল অতিক্রম করে, কেন্দ্রীয় ব্যাংক তখন সুদের হার কমিয়ে বাজারে অর্থ সরবরাহ বাড়িয়ে অর্থনীতিকে চাঙ্গা করার চেস্টা করে । তাহলে, বোঝা গেল সুদের হার কিভাবে অর্থনীতিকে নিয়ন্ত্রন করার জন্য ব্যবহার করে কেন্দ্রিয় ব্যাংক ।

অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারণের জন্য কেন্দ্রীয় ব্যাংক যে সব ইকোনমিক ইনডিকেটরের দিকে লক্ষ্য রাখে, তার মধ্যে প্রধান প্রধানগুলো হচ্ছেঃ

  • Retail Sales Report
  • The Consumer Price Index (CPI)
  • Consumer Spending
  • Unemployment Rate
  • Housing market (Pending House Sales and Others)

সাধারণত, এসব ইকোনমিক রিপোর্টগুলো যখন ভালো আসে, তখন বোঝা যায় যে, অর্থনীতির ক্রমশ উন্নতি হচ্ছে ।

আচ্ছা বলুন তো, যদি এই রিপোর্টগুলো অনেক বেশি ভালো আসে অথবা যদি এই রিপোর্টগুলো সামান্য একটু ভালো আসে, তার প্রভাব কি এক হবে ? অবশ্যই না । যদি ইকোনমিক ইন্ডিকেটরগুলোর রিডিং তেমন বেশি একটা ভালো না আসে, তার মানে অর্থনীতির খুব একটা পরিবর্তন আসছেনা । তাহলে, কেন্দ্রীয় ব্যাংক তখন সুদের হার বাড়াবেও না, কমাবেও না । অপরিবর্তিত রাখবে, যেমনটা হয় অধিকাংশ সময়ই । 

সুদের হার তখনই বাড়ানো বা কমানো হয়, যখন অর্থনীতির গতিপ্রবাহে বড় ধরনের পরিবর্তন হয় । অর্থাৎ, ইনডিকেটরগুলোর রিডিং পূর্বের তুলনায় হয় বেশ ভালো আসছে অথবা খারাপ আসছে । এটা আপনার কাজকে অনেকটাই সহজ করে দিবে । বিশ্বের আটটি প্রধান কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নির্ধারনী বৈঠক কিছু দিন পরপরই হয় । কিন্তু, চাইলেই তো আর সবগুলো রিপোর্ট প্রকাশের সময় বসে থাকা যায় না । তাই, ইকোনমিক ইন্ডিকেটরগুলোর দিকে হালকা একটু নজর রাখুন । আপনি নিজেই বুঝে যাবেন, কোন সুদের হার নির্ধারনী বৈঠকটি আপনাকে ফলো করতে হবে, আর কোনটি নয় ।

বিভিন্ন দেশের সুদের হার নির্ধারনী নিউজ ইভেন্ট

একটি ছোট্ট তথ্য, সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের ইকোনমি দুরন্ত গতিতে ছুটছে । বেকারত্ব কমে ৫ শতাংশের কাছাকাছি নেমে এসেছে । প্রায় সবগুলো ইকোনমিক ইন্ডিকেটরই বলছে অর্থনীতি ভালো করছে । আর এর ফলশ্রুতিতেই কিন্তু, সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রকট হয়ে উঠছে । অধিকাংশ প্রফেশনাল ট্রেডাররাই এ কারনে ফেডের কোন সুদের হার নির্ধারনী মিটিং বাদ দিচ্ছেন না । 

অপরদিকে, ইউরোপকে দেখুন । টানা মন্দা চলছেই আর চলছে এবং অর্থনীতির পুনরুত্থানের দ্রুত কোন সম্ভাবনা নেই । আমি জানি, আপনার মনে কি খেলা করছে । ভাবছেন, তাহলে শীঘ্রই বুঝি কমবেই উরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার ।

উপরের ছবিটি দেখুন, যেখানে FEB এবং ECB এর সুদের হারের একটা তুলনা দেখানো হয়েছে। লক্ষনীয় বিষয় হল ECB সুদের হার কমতে কমতে, ইসিবির সুদের হার এখন ০.০৫% মাত্র, যেটা এর আগে ০.১৫% ছিল, ২০০৯ সালেও যা ছিল ৪.২৫ শতাংশ । সুদের হার এখন এতটাই কম যে, এর থেকে আর কমাবার কিছু নেই ।আর অর্থনীতি চাঙ্গা না বলে, ইসিবি যে সহসাই সুদের হার বাড়াবে, এমন কোন সম্ভাবনা নেই । 

অন্যদিকে FED এর সুদের হার ECB এর তুলনায় অনেকটা স্থিতিশীল দেখা যাচ্ছে কিন্তু ২০০৭ সালের দিকে যা ছিল প্রায় ৫% এর বেশি। 

 

বিভিন্ন দেশের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক  কোন কারেন্সি পেয়ার ট্রেড করব ?

সাধারণত সুদের হার ট্রেড করার জন্য, মেজর কারেন্সি পেয়ারগুলো ভালো । নিচের দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার রিপোর্ট ট্রেড করতে চাইলে, আপনি সংশ্লিষ্ট কারেন্সি পেয়ার ট্রেড করতে পারেনঃ

USA                 EUR/USD – সুদের হার বাড়ানো হলে, EUR/USD বেয়ারিশ হবে । 

Europe            EUR/USD – সুদের হার বাড়ানো হলে, EUR/USD বুলিশ হবে । 

United Kingdom (UK) – GBP/USD – সুদের হার বাড়ানো হলে, বুলিশ হবে । 

Australia       AUD/USD – সুদের হার বাড়ানো হলে, AUD/USD বুলিশ হবে। 

Japan               USD/JPY – সুদের হার বাড়ানো হলে, USD/JPY বেয়ারিশ হবে ।

Canada            USD/CAD – সুদের হার বাড়ানো হলে, USD/CAD বেয়ারিশ হবে ।

Switzerland   USD/CHF -সুদের হার বাড়ানো হলে, USD/CHF বেয়ারিশ হবে ।

Recent Article
loading
Broker Section