ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি?
সংক্ষেপে অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক ইত্যাদির ওপর ভিত্তি করে যে এনালাইসিস করা হয় তাকে ফান্ডামেন্টাল এনালাইসিস বলা হয়ে থাকে। ফ্যান্ডামেন্টাল এনালাইসিসিকে বলা হয়ে থাকে মার্কেট মুভার বা মার্কেটের চলমান শক্তি। মার্কেটে প্রাইস লেভেল লংটার্ম কোন দিকে যাবে তা অনেকটা ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপর নির্ভরশীল।
ট্রেডিংয়ে টিকে থাকার জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস শেখা অনেক গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে থাকেন শুধু টেকনিক্যাল এনালাইসিস শিখেই ভালো ট্রেড করা যায়। আসলে বিষয়টি সত্য নয়। এই মার্কেটে আপনি তখনই পরিপূর্ণ ট্রেডার হতে পারবেন যখন আপনি সব খুটিনাটি বিষয়গুলো সঠিকভাবে আয়ত্বে আনতে পারবেন এবং Fundamental এবং Technical এর সাথে কম্বিনেশন করে ট্রেড করতে পারবেন।
ফান্ডামেন্টাল এনালাইসিসে আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে। দেশের বিভিন্ন ফান্ডামেন্টাল ইভেন্ট কিভাবে এবং কেন একটি দেশের অর্থনীতিতে ভুমিকা রাখে এই সকল বিষয় গুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে গুরুত্ব দিতে হবে। বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল ইভেন্ট রয়েছে যেমন দেশের বেকারত্বের হার, ইন্টারেস্ট রেট, রিটেইল সেলস ইত্যাদি।
কোন দেশের বর্তমান অথবা ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা যদি ভাল হয়, তবে ঐ দেশের কারেন্সি শক্তিশালী হবে। একটি দেশের অর্থনীতি যত ভাল হবে, বিদেশি বিনিয়োগকারিরা তত ঐ দেশি বিনিয়োগ করতে আগ্রহী হবে। সুতরাং তাদের ঐ দেশের কারেন্সি কিনতে হবে এবং ঐ দেশের কারেন্সির ভ্যালু আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যদি আরও ভাল হত তবে আরও বিদেশি বিনিয়গকারি এই দেশে বিনিয়োগ করতে ও ব্যবসা সম্প্রসারন করতে আগ্রহী হত। ফলশ্রুতিতে বাংলাদেশের টাকার ভ্যালু অনেক বেড়ে যেত। অন্যান্য কারেন্সির ক্ষেত্রেও একই রকম।
এক কথা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলঃ
দেশের অর্থনৈতিক অবস্থা ভাল = কারেন্সির ভ্যালু বেশী
দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ = কারেন্সির ভ্যালু কম
ধরা যাক ইউ. এস. ডলার শক্তিশালী হচ্ছে কারন আমেরিকার অর্থনীতি আগের থেকে ভাল করছে। তাহলে তাদের মুদ্রাস্ফীতি (inflation) নিয়ন্ত্রন করার জন্য ইন্টারেস্ট রেট বাড়ানোর প্রয়োজন হতে পারে।
অধিক ইন্টারেস্ট রেট ডলার নির্ভর অর্থনৈতিক সম্পদগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে। তাই কেউ যদি ঐসব সম্পদ কিনতে চায় বা বিনিয়োগ করতে চায়, তবে প্রথমে তাদের ডলার কিনতে হবে। আর তার ফলেই ডলারের ভ্যালু বৃদ্ধি পাবে।
পরবর্তীতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আর্টিকেলগুলোতে আপনি জানতে পারবেন বিভিন্ন নিউজ, তাদের ইফেক্ট এবং কিভাবে সেগুলো বুঝে ট্রেড করতে হয় এই সম্পর্কে।
সফলতার জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই কারন কেউ কখনও কাউকে সফলতা এনে দিতে পারে না.. শুধুমাত্র সহযোগী হতে পারে। ফরেস্ক্র পেশায় আমাদের সফল
অনেকে প্রশ্ন করেন ভাই ট্রেডিংয়ে সফলতার মূলমন্ত্র কি? যদিও সফলতা অনেক দূর কিন্তু আমি আমার ছোট ট্রেডিং ক্যরিয়ারের আলকে বলতে পারি ট্রেডিং
ফরেক্স মার্কেটে যত ধরনের জনপ্রিয় এবং প্রফিটেবল ট্রেডিং সিস্টেম রয়েছে তার মধ্যে স্কাল্পিং(Scalping) ট্রেডিং সিস্টেম অন্যতম। খুব অল্প সময়ের ম
আসল Head & Shoulders Pattern প্রায়শই ঘটে না, কিন্তু যখন এটি তৈরি হয় তখন অনেক ট্রেডাররা এই প্যাটার্নকে মার্কেটে একটা বড় ধরনের ট্রেন্ড রিভারসেল (Reversal) প্
শুধুমাত্র ফরেক্স ট্রেডিং নয় জীবনের সকল স্তরে সফলতার জন্য প্রয়োজন লোভ থেকে দূরে থাকা। যারা লোভকে জয় করতে পারবে তাদের জন্য দীর্ঘস্থায়ী স
মানুষ অভ্যাসের দাস তাই তার পূর্বের অভ্যাস বা অবেগগুলোকে সে খুব সহজেই ঝেড়ে ফেলতে পারে না। ফরেক্স ট্রেডিংয়ে লসের অন্যতম কারন হল এই আবেগগু
দীর্ঘদিন ধরে ফরেক্স মার্কেটে সফলতার সাথে টিকে আছেন এমন কিছু ট্রেডারের কাছে যদি প্রশ্ন করা হয়, ট্রেডিংয়ের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্
প্রায় ৮ বছরের অভিজ্ঞতার আলোকে বলছি, অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য নয় বরং নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে তৈরি করাই হোক আপনার ট্রেডিংয়
এমন কি আছে যা শিখলে ফরেক্স মার্কেট আয়ত্তে আনা সম্ভব? আচ্ছা এমন কিছু কি আছে যা শিখলে ফরেক্স মার্কেটকে ভালোভাবে আয়ত্তে আনা সম্ভব হবে? এমন