loading

FOREX BASIC COURSE

বিপদজনক সেই আবেগগুলো কি?

  • 5.0 (7 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 23rd, 2019 03:29 am

দুশ্চিন্তা, ভয় এবং আতঙ্ক:

দুশ্চিন্তা হচ্ছে ট্রেডারদের সবচেয়ে খারাপ শত্রু। এটা তাদের এমন ধারনা দেয় যে তাদের ট্রেডিং স্ট্রাটেজির ক্ষমতা থাকা সত্ত্বেও তারা আয় করতে ব্যর্থ হবে। তাই, বড় ধরনের লাভ এবং প্রচুর পরিমানে আয়ের পরিবর্তে, তারা ঝুঁকিপূর্ণ ট্রেড নিয়ে থাকে, অথবা অপেক্ষা না করে তাড়াতাড়ি পজিশন বন্ধ করে দেয় আর তারা তাদের প্রাথমিক টার্গেটের জন্য অপেক্ষা করতে পারে না। নতুন ট্রেডারদের জন্য এটি সবচেয়ে বেশী করা ভুল। 

এছাড়াও, কষ্টের-উপার্জিত আয় করা মানুষরাও এর থেকে নিরপেক্ষ নয়। তারা এই অপেক্ষায় বসে থেকে চেয়ে দেখে না যে কিভাবে তাদের ট্রেড তাদের বিরুদ্ধে কাজ করছে। তারা এধরনের সমস্যা থেকে বের হওয়ার জন্য কিছু করার চেষ্টা করতে পারে। আর তারা যদি না জানে যে এধরনের চাপের মধ্যে কি করতে হবে এবং আতঙ্কিত হয়ে যায় এবং হিট অথবা মিস অ্যাকশনের পন্থা অবলম্বন করে যা সাধারনত আর্থিক লসের কারন হয়। মার্কেটে ভোলাটিলিটির সময় সাধারনত এধরনের অযৌক্তিক কার্যকলাপ দেখা যায়। প্রাইসে দ্রুত ওঠানামার কারনে আমাদের ট্রেড নির্বাচনের ওপর আমরা আস্থা হারিয়ে ফেলি, আমরা নিজেদের ট্রেডিং স্ট্রাটেজির ওপর প্রশ্ন উঠাই এবং সেই মুহূর্তে কোন কিছু পরিবর্তন করার প্রচেষ্টা করি।

মাথা ঠাণ্ডা রাখুন। আতঙ্ক আপনাকে শুধু বিভ্রান্ত করবে। নিজের লক্ষ্যের কথা ভুলবেন না। স্টপ লস এবং টেক প্রফিট অর্ডার ব্যবহার করুন। যখন আপনি সুরক্ষিত অর্ডার প্লেস করবেন তার ওপর কায়েম থাকবেন।

লোভ:

ফরেক্স ট্রেডাররা হচ্ছে অর্থ-ভিত্তিক মানুষ।  আয়ের পেছনে তারা ছোটে এবং আর্থিক সফলতার ওপর তারা প্রচুর পরিমানে গুরুত্তারোপ করে। এধরনের মধ্যপন্থার অনেক প্রয়োজন রয়েছে। কিন্তু যদি এসকল স্বাস্থ্যবান উদ্দীপনা/ড্রাইভ যদি অস্বাস্থ্যকর হয়ে দাড়ায়, তাহলে তা আর্থিক লসের কারন হতে পারে। আপনাকে নিজের লাভের ক্ষুধার ওপর নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। অন্যথায়, আপনি অর্থ হারানোর ঝুঁকি নেবেন।

এরকম যেন না হয়, সেজন্য আপনি সুশৃঙ্খল পন্থা ট্রেডের কার্যকলাপে ব্যবহার করবেন যা আপনার ট্রেডের সিদ্ধান্তে আবেগের ভূমিকা কমিয়ে দেবে।

আনন্দ-চঞ্চল অবস্থা

মাঝেমাঝে ট্রেডাররা আনন্দ-চঞ্চল অবস্থায় পরে যায়। এরা পরপর কয়েকটি লাভের পরে তীব্র উত্তেজনা এবং উল্লাস অনুভব করে। ভবিষ্যতে আরও পাওয়ার আকাঙ্ক্ষা এবং প্রচুর পরিমানে ট্রেডের সুযোগ পাওয়ার কামনা করে। সহজ কথায়, তারা এই ধারনা করে যে তারা ফরেক্স ট্রেডিং এ নিখুঁত জেতার পন্থা খুঁজে পেয়েছে। কিন্তু দীর্ঘকালীন অবস্থায় তারা হতাশ হয়, কারন উজ্জ্বল রৌদ্রের পরে বৃষ্টি নামে। আস্তেআস্তে ট্রেডার এটা জানতে পারে যে কোন ধরনের মার্কেট অ্যানালিসিসই নিখুঁত নয়; পরবর্তী ট্রেড সর্বদা লাভজনক হবে না। আনন্দ-চঞ্চল অবস্থার সমাপ্তি ঘটবে, এবং ট্রেডার তার ভবিষ্যৎ কার্যকলাপে আরো সতর্ক হবে।

আত্মহারা হবেন না। সমানে জিতলে শিখুন যে কখন থামতে হবে

লস সামলানো:

লসের সম্মুখীন হতে হবে এই কথাটি মাথায় ঢুকিয়ে নিন। দুনিয়াতে এমন কোন ট্রেডার নেই যে কিনা প্রতি ট্রেডে লাভ করে। লস হলো ট্রেডিংয়ের একটি পার্ট। নিজেকে একজন এডুকেটেড ট্রেডার হিসাবে তৈরি করতে পারলে আপনি বুঝতে পারবেন আপনার লসের কারন।

এটা বুঝুন যে আপনি সময়কে পেছনে নিতে পারবেন না আর ট্রেড আবার এক্সিকিউট করতে পারবেন না। এটা এরকম যে আপনি ডায়েট করছেন আর চকলেট কেক খাচ্ছেন। একবার আপনি মিষ্টি খেয়ে ফেললে, আপনি যা করতে পারেন তা হচ্ছে জিমে ফেরত যেতে পারেন এবং তা ঠিক করতে ব্যায়াম করতে পারেন। ট্রেডিঙের বেলায়ও ঠিক একই অবস্থা। অর্থ হারালে, অ্যানালাইজ করে দেখুন যে কেন তা হয়েছে, বিচারবিবেচনা করুন এবং যে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করেছে তা দিয়ে ট্রেডিং সিস্টেমের উন্নয়ন করুন। আপনাকে হারানো অর্থ ফেরত আনতে হবে সেরকম চিন্তা করবেন না। লস গ্রহণ করতে শিখুন আর সামনে এগিয়ে চলুন। আপনার লক্ষ্য মার্কেটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা নয়, বড়ং ফরেক্সে আয় করা।

সাইকোলজিক্যালি শক্তিশালী হওয়া:

প্রথমে এটা মেনে নিন যে ট্রেডিংয়ে ভালো ফলাফলের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, এবং এটার বিকল্প খুজলে চলবে না। অনেকে প্রশ্ন করে ভাই, পরিশ্রম করতে হবে মানলাম কিন্তু কিভাবে পরিশ্রম করতে হবে? এই পরিশ্রম শারিরীক পরিশ্রম না, এই পরিশ্রম করতে হবে মানসিক। আপনার মানসিক শক্তি প্রতিনীয়ত উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে, ট্রেডিংয়ের উপর অনেক পড়াশুনা করতে হবে, ধারাবাহিক অনুশীলন করতে হবে। মনে রাখবেন, অল্প সময়ে আপনি প্রচুর পরিমানে লাভ করবেন এধরনের প্রতারনা যদি নিজের সাথে না করে থাকেন, তাহলে আপনি নিজেকে অহেতুক নিরাশা থেকে বাঁচাতে পারবেন এবং নিজের লক্ষ্যের দিকে মনোনিবেশ করতে পারবেন। মনে রাখবেন যে টমাস আলভা এডিসন ৯৯৯ বার গবেষণার পরে ইলেকট্রিক লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন।

মানসিক চাপকে দূর করুন। ট্রেডিং থেকে বিরতি নিন এবং নিজের মনকে অন্য কোথাও লাগান। খেলাধুলা অথবা কমপক্ষে হেটে এবং ভালো খাবার খেয়ে স্বাস্থ্যকর জীবনব্যবস্থা বজায় রাখুন। পরিবার এবং বন্ধুদের সাথে সময় অতিবাহিত করুন। এসবকিছু আপনাকে শিথিল হতে সহায়তা করবে এবং ট্রেডের সময় শক্তি জোগাবে।    

কয়েকজন সহ ট্রেডার খুঁজে নিন যাদের সাথে নিজের ভয় এবং সমস্যার কথাগুলো নিয়ে আলোচনা করতে পারেন। কথা বললে বাস্তবতার সম্মুখীন হবেন এবং মানসিক চাপ থেকে মুক্তি পাবেন।  

ফরেক্স মার্কেট এবং ট্রেডিং সম্পর্কে ধারাবাহিকভাবে জ্ঞান অর্জন করতে থাকবেন। কোর্স করুন, বই এবং আর্টিকেল পড়ুন, প্রফেশনালদের কাছ থেকে শিখুন। ট্রেডিং সম্পর্কে আপনি যতো বেশী জানবেন, আপনি সাইকোলজিক্যালি ততো ভালো অনুভব করবেন।

 

Linda Raschke এর বিজয়ের সূত্র

জনপ্রিয় ট্রেডিং কোচ Linda Raschke তার বই “প্রফেশনাল ট্রেডিং টেকনিকস” এ সফলভাবে ট্রেডের বিশেষ একটি সূত্র আবিষ্কার করেছেন।

তার সেই জনপ্রিয় বইতে তিনি লিখেছেন, ফরেক্সে বেশী আয় করতে হলে আপনার প্রয়োজন হবে...

নিয়ন্ত্রণযোগ্য আবেগ – আপনার এমন আবেগ থাকতে হবে যা আপনাকে সফল হতে অনুপ্রেরনা জোগাবে।

আস্থা – আপনার এই বিশ্বাস থাকতে হবে আপনার নিজের প্রতি যা আপনাকে লক্ষ্য অর্জন অবিচল রাখবে।

গেম প্ল্যান - আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন ধরনের স্ট্রাটেজি অথবা প্ল্যান থাকা লাগবে তা আপনাকে খুব সচেতনার সাথে তৈরি করতে হবে। 

সততা – আপনাকে নিজের সাতে নিজের সততার বার বার প্রমান দিতে হবে। অন্যের কাছে নয়, আপনাকে নিজের কাছে সৎ থাকতে হবে।

প্রতিশ্রুতি – মনে রাখবেন যে প্রতিশ্রুতি আমাদের মাঝের সীমাহীন শক্তির দোয়ার খুলে দেয় এবং সামনে অগ্রসর হতে সাহায্য করবে।

Recent Article
loading
Broker Section