loading

FOREX BASIC COURSE

টাইমফ্রেমের সমন্বয় করা

  • 5.0 (3 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 23rd, 2019 10:54 pm

টাইমফ্রেমের সমন্বয়:

অনেকগুলো টাইমফ্রেম রয়েছে তবে আমরা আপনাকে ৩ টা টাইমফ্রেম ব্যবহার করার উপদেশ দিবো। আমাদের মতে এটা লং, মিডিয়াম, এবং সর্ট টার্মের ট্রেন্ড ধরতে সহায়তা করে।

আপনি আপনার পছন্দমত যেকোনো টাইমফ্রেম ব্যবহার করতে পারেন। কিন্তু মনে রাখবেন যে তাদের মধ্যে যথেষ্ট পরিমানে পার্থক্য থাকতে হবে। নিম্নোক্ত টাইমফ্রেমের সমন্বয়গুলো দেখতে পারেনঃ

- ১ মিনিট, ৫ মিনিট, এবং ৩০ মিনিট।
- ৫ মিনিট, ৩০ মিনিট, ৪ ঘণ্টা।
- ১৫ মিনিট, ১ ঘন্টা, এবং ৪ ঘন্টা।
- ১ ঘণ্টা, ৪ ঘণ্টা, এবং দৈনিক।
- ৪ ঘণ্টা, দৈনিক, এবং সাপ্তাহিক ইত্যাদি।

উপরের সমন্বয়গুলোতে দেখতে পারছেন যে ১ টা থেকে আরেকটা টাইমফ্রেমের সময়ের কিছু পার্থক্য রয়েছে। একটা টাইমফ্রেম আরেকটার প্রাইস মুভমেন্ট রিপিট করে না।

যেখানে, সবচেয়ে বড় টাইমফ্রেমকে মেইন ট্রেন্ড ধরা হয় – এটা আমাদের কারেন্সি পেয়ারের বিগ পিকচার দেখতে সাহায্য করে।

তার চেয়ে ছোটটা যেটা আমরা সাধারনত চোখ রাখি, আমাদের মিড টার্ম বাই/সেল দেয়ার জন্য পক্ষপাতিত্ত করে।
তার চেয়ে ছোট টাইমফ্রেম আমাদের সর্ট-টার্মের ট্রেন্ড দেখতে সহায়তা করে, যা আমাদের ভালো এন্ট্রি/এক্সিট পয়েন্ট বের করতে সাহায্য করে। 

Recent Article
loading
Broker Section