loading

FOREX BASIC COURSE

ফরেক্স মার্কেটের সুবিধাসমূহ

  • 5.0 (22 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 19th, 2019 06:50 pm

Forex Advantage

প্রাথমিক আলোচনাতে আমরা ইতিমধ্যে জেনেছি যে বিশ্বের সবথেকে বড় ফিনান্সিয়াল মার্কেট হলো এই ফরেক্স মার্কেট। কিছু গুরুত্বপূর্ণ সুবিধা থাকার কারনে ফরেক্স মার্কেটের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। বলা বাহুল্য, ধারনা করা যাচ্ছে ২০২০ সালের মধ্যে এই মার্কেটে প্রতিদিন লেনেদেন হবে প্রায় ১০ ট্রিলিয়ন ডলার (১০০০ বিলিয়ন ডলার = ১ ট্রিলিয়ন)।

 

একটা সময় ছিল যখন শুধুমাত্র রাজা বাদশা, সম্ভ্রান্ত ধনী পরিবার, বড় মাপের ব্যাংকগুলো শুধুমাত্র ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেতো। কালের বিবর্তনে সবকিছু পরিবর্তনের পাশাপাশি ফরেক্স মার্কেটেও অনেক ধরনের পরিবর্তন হয়েছে। রিটেইল (Retail) ট্রেডারদের সুয়োগ প্রদানের লক্ষে ফরেক্স মার্কেটে লেভারেজের সৃষ্টি হয় যার ফলে যে কেউই চাইলে পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন। যাইহোক নিচে আমরা ফরেক্স মার্কেটের সুবিধাসমূহ নিয়ে আলোচনা করব:

- খুব সহজেই ফরেক্স ট্রেডিং শুরু করা যায়। ফরেক্স শেখার বেশিরভাগ Tutorial অনলাইনে বিনামূল্যে পাওয়া যায়।

- প্রায় প্রতিটি ব্রোকার আপনাকে ফ্রি ডেমো ট্রেড করার সুবিধা দিবে। সুতরাং আপনি খুব সহজেই PRACTICALLY ট্রেড শিখতে পারবেন। আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করে অগ্রসর হওয়া সম্ভব এবং ডেমো ট্রেড করে সাফল্য পেলে ডিপোজিট করে রিয়েল ট্রেড শুরু করতে পারেন।

- মাত্র ১ ডলার দিয়ে ফরেক্স ট্রেড শুরু করা সম্ভব। বিভিন্ন ব্রোকার সেন্ট একাউন্ট এবং মাইক্রো একাউন্টের সুযোগ প্রদান করে থাকে যেকারনে যে কেউ খুব অল্প বিনিয়োগ কারার মাধ্যমেই ট্রেড শুরু করতে পারেন।

- ফরেক্স মার্কেট হলো একটা ডিসেনট্রালাইজড (Decentralized Market)মার্কেট যেকারনে এই মার্কেটে Manipulation করা প্রায় অসম্ভব।

- ফরেক্স মার্কেটই বিশ্বের সবথেকে বড় HIGH LIQUID মর্কেট। যে কারনে খুব অল্প সময়ের মধ্যে প্রফিট উত্তোলন করা যায়।

- ফরেক্স মার্কেটে লেভারেজ (Leverage) সুবিধা বা লোন সুবিধার থাকার কারনে খুব অল্প মার্কেট মুভমেন্ট থেকেই ভাল প্রফিট করা সম্ভব।

- ফরেক্স মার্কেটের খুব অল্প পরিবর্তনেও ভাল লাভ করা সম্ভব। অনেকেই ১০ বা ১৫ সেকেন্ডের জন্য একটি ট্রেড ওপেন করে এবং প্রফিট পেলে তা নিয়ে ট্রেড থেকে বের হয়ে যায়।

- ফরেক্স মার্কেট সোম থেকে শুক্র, সপ্তাহের ৫ দিনই দিবা-রাত্রি ২৪ ঘণ্টার জন্য খোলা থাকে। আর তাই, আপনি ব্যবসায়ী হোন বা চাকুরিজীবী, ফরেক্স মার্কেটে আপনি আপনার সুবিধামত ট্রেড করতে পারবেন।                         

- ফরেক্স ট্রেডিং আপনি বাসায় বসেই করতে পারবেন, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাই পরিবারকে প্রচুর পরিমানে সময় দিতে পারবেন।

- ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনাকে সব কিছু অনলাইনে করতে হবে আর অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে অ্যাকাউন্টে ডিপোজিট বা উইথড্র করাও অনেক সহজ।

- আপনি যদি ভাল ট্রেড করতে পারেন, তাহলে অনেকেই আপনার সাথে ডিপোজিট করতে উৎসাহিত হবে এবং সেক্ষেত্রে আপনি তাদের ট্রেড পরিচালনা করতে পারেন এবং তাদের লাভের একটি অংশ আপনি পাবেন।

-ব্রোকারে একাউন্ট ওপেন করা, ভেরিফিকেশন করা, Deposit & Withdraw কারা সবকিছু খুবই সহজ।

-বিভিন্ন পেমেন্ট প্রসেসর থাকার কারনে যেকেউ সহজেই Deposit & Withdraw করতে পারে।

- ফরেক্স মার্কেটে মন্দা বলে কিছু নেই। কারন স্টক মার্কেটে আপনি শুধু buy করতে পারেন, ফরেক্স মার্কেটে buy বা sell উভয়ই করতে পারবেন।

-সফল ট্রেডার হতে পারলে পুরো বিশ্বই আপনার।

মনে রাখবেন, ফরেক্স ট্রেডিং শুরু করা খুব সহজ হতে পারে কিন্তু এই সেকটরে দীর্ঘমেয়াদী সফলতা পেতে গেলে প্রচুর অধ্যবসয় এবং পড়াশোনা করার কোন বিকল্প নেই। ইমোশনাল হয়ে মার্কেট সম্পর্কে কোন কিছু না জেনে না বুঝে এই মার্কেটে ইনভেস্ট করা বোকামি ছাড়া আর কিছুই নয়। ফরেক্স মার্কেট স্টক মার্কেটের মতই চ্যালেঞ্জিং। সুতরাং না জেনে হয়ত প্রাথমিকভাবে এই মার্কেটে প্রফিট করতে পারবেন কিন্তু দীর্ঘমেয়াদীভাবে সফলতা পাবার জন্য এক্সপার্ট হওয়া ছাড়া কোন বিকল্প নেই।

Recent Article
loading
Broker Section