loading

FOREX BASIC COURSE

ABC কারেকশন

  • 5.0 (1 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 25th, 2019 12:15 am

৫ ওয়েভ ট্রেন্ড কারেকশন ৩ ওয়েভ কাউন্টারট্রেন্ড দিয়ে রিভার্স করে। কারেকশনের জন্য নাম্বারের বদলে লেটার ব্যবহার করা হয়। নিচের ছবিটি দেখুন। 




বিভিন্ন ধরনের কারেক্টিভ ওয়েভ প্যাটার্ন

এলিয়ট সাহেবের মতে, ২১ ধরনের ABC কারেকটিভ প্যাটার্ন আছে। কি ২১ টা প্যাটার্নের কথা শুনে মাথা ঘুরালো নাকি? ভয় পাওয়ার কিছু নেই, এই প্যাটার্নগুলো ৩ টা সহজ ফরমেশন দিয়ে তৈরি। সেগুলো হলঃ

  • জিগজ্যাগ
  • ফ্ল্যাট
  • ট্রায়াঙ্গেল


জিগজ্যাগ

জিগজ্যাগ ফরমেশন খুব খাড়া মুভ যেটা ট্রেন্ডের বিপরীতে তৈরি হয়। ওয়েভ B সাধারনত A ও C এর তুলনায় সবচেয়ে ছোট মাপের হয়ে থাকে। 



এই ফরমেশন একটা কারেকশনে ২ থেকে ৩ বার দেখা যেতে পারে। প্রতিটা জিগজ্যাগ প্যাটার্নকে আবার ৫ টা ওয়েভ প্যাটার্নে ভাগ করা যায়।

ফ্ল্যাট

ফ্ল্যাট ফরমেশন চওড়া ওয়েভে মুভ। ওয়েভের মাপ সাধারনত দৈর্ঘ্য সমান মাপের হয়। এতে B ওয়েভ সাধারনত A এর মুভ বাতিল করে এবং C ওয়েভ B এর মুভ বাতিল করে।



এখানে সাধারনত ব্যবহার করা হয়েছে কারন মাঝেমধ্যে B ওয়েভ A ওয়েভের শুরুকে অতিক্রম করে। 

ট্রায়াঙ্গেল



ট্রায়াঙ্গেল ফরমেশন হল সেই কারেকশন প্যাটার্ন যেগুলো কনভারজিং অথবা ডাইভারজিং ট্রেন্ডলাইন দিয়ে সংঘটিত হয়। ট্রায়াঙ্গেল ৫ ওয়েভ দ্বারা গঠিত হয়। এগুলো ট্রেন্ডের বিপরীতে সাইডওয়েতে মুভ করে। এই ট্রায়াঙ্গেলগুল সিমেট্রিক্যাল, উদ্ধগামি অথবা নিম্নগামি হতে পারে। নিচের ছবিগুলো দেখুন

Recent Article
loading
Broker Section