loading

FOREX BASIC COURSE

ব্রেকআউট ট্রেডিং (Breakout Trading)

  • 5.0 (3 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 23rd, 2019 10:21 pm

ব্রেকআউট ট্রেডিং (Breakout Trading)

ফরেক্স মার্কেটে ব্রেকআউট এবং ফেকআউট অনেক পরিচিত দুটি শব্দ। সচেতন ট্রেডাররা এই দুটি বিষয়ের উপর অনেক গুরুত্ব প্রদান করে থাকে। ব্রেকআউট ট্রেডিংয়ে, ট্রেডারদের প্রধান লক্ষ্য হলো সঠিক সময়ে  এবং সঠিক প্রাইসে মার্কেটে এন্টার করা এবং লাভ নিয়ে বের হয়ে যাওয়া। এই ধরনের ট্রেডিংকে বলা হয় High Frequency Trading বা High Volatile Trading। স্বভাবগত দিক দিয়ে এই ধরনের ট্রেডিং তুলনামূলক ঝুঁকিসম্পূর্ন।  মার্কেটে ব্রেকআউট সাধারণত Fundamental নিউজ রিলিজের সময় হয়ে থাকে। তাই High Frequency Trader-রা ইকোনমিক ক্যালেন্ডারের দিকে বেশি নজর দিয়ে থাকে।

ব্রেকআউটের মাধ্যমে ট্রেডাররা ডিমান্ড/সাপ্লাই পরিবর্তনের সংকেত পেয়ে থাকে। স্টক অথবা ফিউচার মার্কেটের মত, আমাদের ফরেক্স মার্কেটে ভলিউম দেখার কোন ব্যবস্থা নেই। একারনে, আমাদের ভোলাটিলিটির উপর নির্ভর করতে হয়। তবে ভোলাটিলিটি বোঝার জন্য কিছু ইন্ডিকেটর রয়েছে।




ভোলাটিলিটি পরিমাপ করার উপায় (Volatility Measurement):


- মুভিং এভারেজ
- মুভিং এভারেজ কনভারজেন্স/ডাইভারজেন্স (ম্যাকডি) 
- বোলিঙ্গার ব্যান্ডস
- এভারেজ ট্রু রেঞ্জ (এটিআর) 

ব্রেকআউটের  প্রকারভেদ (Types of Breakout): ব্রেকআউট ট্রেডিংয়ের ক্ষেত্রে, সঠিকভাবে ব্রেকআউট বুঝতে পারা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কেননা মার্কেটে মুভমেন্ট অনেক সময় ব্রেকআউট নিয়েছে বলে মনে হলেও প্রকৃতপক্ষে ব্রেকআউট নেয় না বরং অনেক বড় লসের করণ হয়ে যায়। যাহোক ব্রেকআউট সাধারণত ২ ধরনের হয়ে থাকে।

- ধারাবাহিক ব্রেকআউট (Continuation Breakout)
- রিভার্সাল ব্রেকআউট (Reversal Breakout)

ব্রেকআউট চিহ্নিত করার কিছু উপায় (Ways to Identify Breakout): একজন সচেতন ট্রেডার বিভিন্ন টুলস্ ব্যবহার করার মাধ্যমে চেষ্টা করে সঠিকভাবে ব্রেকআউট পয়েন্ট চিহ্নিত করতে।
- ক্যন্ডেল প্যাটার্ন
- চার্ট প্যাটার্ন
- ট্রেন্ডলাইন
- চ্যানেল
- ট্রায়েঙ্গেল

ব্রেকআউটের গতি বোঝার উপায় (Understanding breakout strength): ব্রেকআউট কতটা শক্তিশালী ছিল তা জানা সচেতন ট্রেডারদের জানা অনেক গুরুত্বপূর্ণ বিষয় কেননা এটার উপর ভিত্তি করে্ই ট্রেডাররা নতুন ট্রেডের সিদ্ধান্ত, রিস্ক ম্যনেজমেন্ট করে থাকে।নিচের ইন্ডিকেটরগুলো ব্যবহার করে ব্রেকআউটরের গতি সম্পর্কে ধারনা নেওয়া যেতে পারে।- মুভিং এভারেজ কনভারজেন্স/ডাইভারজেন্স (MACD) 
- রিলেটিভ স্ট্রেনথ ইনডেক্স (RSI)

এভারেজ ডিরেকশনাল ইনডেক্স (ADX)
শেষমেশ, ব্রেকআউট ইকনোমিক ইভেন্ট অথবা নিউজ টাইমে ভালো কাজ করে। তাই যখন চার্ট ওপেন করবেন, সবসময় ইকনোমিক ক্যালেন্ডারে একবার চোখ বুলাবেন। 

Recent Article
loading
Broker Section