loading

FOREX BASIC COURSE

ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব?

  • 4.0 (30 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • January 2nd, 2020 08:35 am

How to make money from Forex Trading?

আমরা জানি একটি দেশের মুদ্রার মান অন্য একটি দেশের মুদ্রার মানের সাথে সর্বদায় পরিবর্তনশীল। এই মুদ্রার মানের তারতম্য বিভিন্ন কারনে হয়ে থাকে যেগুলো আমরা বিশদভাবে পরবর্তী সেকশনে আলোচনা করব। আপনি হয়তবা পত্রিকা, টেলিভিশন অথবা অনলাইনে দেখে থাকবেন যে কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে, অনুরুপভাবে ইন্ডিয়ান রুপির সাথে বাংলাদেশের টাকার মুল্যমানের তুলনা করলেও দেখবেন মুদ্রাদুটির মুল্যমান সর্বদাই পরিবর্তনশীল যেমনটি হচ্ছে বিশ্বের অন্যন্য দেশগুলোর মুদ্রার সাথে। সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পড়ে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন। আবার, ইউরো ডলার এর বিপরীতে শক্তিশালী হলে, ইউরো বিক্রয় করে অধিক ডলার পেতে পারেন।

 

বিষয়টা অনেক সহজ, দাম কমলে কিনবেন এবং দাম বাড়লে সেল করে দিবেন। ধরুন আপনার কাছে ২০০ ডলার ছিলো যা বিক্রয় করে আপনি ১৫০ ইউরো ক্রয় করেছিলেন। পরবর্তীতে ইউরোর দাম বাড়ার পর তা বিক্রয় করে ২৫০ ডলার পেলেন। তাহলে আপনার প্রফিট হলো ৫০ ডলার। এভাবে আপনি ফরেক্স মার্কেট থেকে প্রতিনীয়ত আয় করতে পারেন।

Orbex Broker

Recent Article
loading
Broker Section