loading

FOREX BASIC COURSE

এলিয়ট ওয়েভ থিওরি কি?

  • 5.0 (4 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 25th, 2019 12:09 am

১৯৩০ সালে রালফ নেলসন এলিয়ট(Ralph Nelson Elliott) প্রথম এলিয়ট ওয়েভ থিওরি আবিষ্কার করেন। তিনি ছিলেন একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট। অসুস্থতার কারণে অবসরে যাবার পর তিনি চেয়েছিলেন কোন কিছু নিয়ে ব্যস্ত থাকতে এবং STUDY শুরু করলেন মার্কেট মুভমেন্টের রহস্য খোঁজার জন্য। তার জন্য তিনি প্রায় ৭৫ বছরের স্টক মার্কেটের ডাটা সংগ্রহ করলেন এবং তা বিশ্লেষণ করা শুরু করে দিলেন। তিনি বুঝতে পারলেন  মার্কেট মুভমেন্টে বিশৃঙ্খলা দেখা গেলেও আসলে সেগুলোর পিছনে একটি লজিক আছে।

 

৬৬ বছর বয়সে তিনি পর্যাপ্ত প্রমান যোগাড় করে সেই তথ্যগুলো তার পরিচিত স্টক ট্রেডারদের মধ্যে শেয়ার করতে থাকলেন। প্রকাশ করলেন  “দ্যা ওয়েভ প্রিন্সিপাল” নামে একটি বই।

তার মতে মার্কেট ক্রমাগত চক্রে মুভ করে, যেটাকে তিনি ইনভেস্টরদের ইমোশন হিসেবে চিহ্নিত করেছেন যা বাহ্যিক প্রভাব অথবা একসাথে অনেকের সংঘবদ্ধ সাইকোলজি দ্বারা সংঘটিত হয়।


Ralph Nelson Elliott-এর মতে, প্রাইস উপরের অথবা নিচের দিকের সুইং যা সংঘবদ্ধ সাইকোলজির জন্য হয়, সেগুলো সবসময় প্যাটার্ন হিসেবে দেখা যায়। আর এইসব আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড সুইংগুলোকে তিনি “ওয়েভ” হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বিশ্বাস করেন যে, যদি এই প্যাটার্নগুলো যদি সঠিকভাবে চিহ্নিত করা যায়, তাহলে আপনি বলে দিতে পারবেন যে প্রাইসের পরবর্তী মুভমেন্ট কোনদিকে যাবে।

Recent Article
loading
Broker Section