loading

FOREX BASIC COURSE

প্যারাবোলিক স্টপ এবং রিভার্সাল (PSAR)

  • 5.0 (3 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 25th, 2019 12:03 am

PSAR অনেক গুরুত্বপূর্ণ একটি টেকনিক্যাল ইন্ডিকেটর। ট্রেডারদের কাছে এই ইন্ডিকেটরটি মার্কেটে ট্রেন্ড রিভার্সাল চিহ্নিত করার জন্য অনেক জনপ্রিয় একটি টুলস। অনেক দক্ষ ট্রেডার মনে করেন এই ইন্ডিকেটরটি এন্ট্রির থেকে EXIT পয়েন্ট নির্ধারনে অনেক ভালো কাজ করে থাকে। যখন ডট প্রাইসের নিচে দেখা যায়, তার মানে প্রাইস তখন উপরে যেতে পারে। যখন ডট প্রাইসের উপরে দেখা যায়, তার মানে প্রাইস নিচে নামতে পারে। চলুন চার্টে দেখি

PSAR চার্টে লাগালে বাই-সেলের জন্য সবচেয়ে সহজতম ইন্ডিকেটর মনে হবে। লক্ষ্য করুন যে চার্টে অনেকগুলো ডট দেখতে পাচ্ছেন যা আপনাদেরকে প্রাইস উপরে ওঠার অথবা নিচে নামার জন্য দ্রুত সিগন্যাল দিচ্ছে। তবে Higher Time Frame-এ এই ইন্ডিকেটর অপেক্ষাকৃত বেশি কার্যকর সিগন্যাল দিবে।

ফ্ল্যাট মার্কেটে  PSAR ততোটা কার্যকর সিগন্যাল দিবে না বরং এই ইন্ডিকেটর দেখে Consolidation এরিয়াতে ট্রেড করা ঠিক না। Consolidation মার্কেটে সিগন্যাল ডটগুলো আপনাকে ফলস সিগন্যাল দিবে।

Recent Article
loading
Broker Section