ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন
-
PUBLISH BY:
FxsuccessBD
-
December 24th, 2019 05:19 pm
ইভিনিং স্টার ও মর্নিং স্টার:
মর্নিং স্টার ও ইভিনিং স্টার হল রিভার্সাল প্যাটার্ন। এগুলো নিম্নোক্ত বৈশিষ্ট্য দিয়ে চেনা যায়
ইভিনিং স্টার:
- ১ম ক্যান্ডেলটা বুলিশ হবে যা সাম্প্রতিক আপট্রেন্ডের অংশ।
- ২য় ক্যান্ডেলটার ছোট বডি থাকবে যা মার্কেটে বুল ও বিয়ারের মধ্যে দ্বিধার সংকেত দেয়। এটা বুলিশ অথবা বিয়ারিশ যে কোন একটা হতে পারে।
- ৩য় ক্যান্ডেলটা বিয়ার ক্যান্ডেল যা ১ম ক্যান্ডেলের অর্ধেকের বেশি ছাড়িয়ে ক্লোজ হবে। এটা ট্রেন্ড রিভার্সালের কনফারমেশন হিসেবে কাজ করে।
মর্নিং স্টার:
- ১ম ক্যান্ডেলটা বিয়ারিশ হবে যা সাম্প্রতিক ডাউনট্রেন্ডের অংশ।
- ২য় ক্যান্ডেলটার ছোট বডি থাকবে যা মার্কেটে বুল ও বিয়ারের মধ্যে দ্বিধার সংকেত দেয়। এটা বুলিশ অথবা বিয়ারিশ যে কোন একটা হতে পারে।
- ৩য় ক্যান্ডেলটা বুল ক্যান্ডেল যা ১ম ক্যান্ডেলের অর্ধেকের বেশি ছাড়িয়ে ক্লোজ হবে। এটা ট্রেন্ড রিভার্সালের কনফারমেশন হিসেবে কাজ করে।
৩ হোয়াইট সোলজারস এবং ব্ল্যাক ক্রোস
থ্রি হোয়াইট সোলজারস:
৩ হোয়াইট সোলজারস ফর্ম করে যখন ডাউনট্রেন্ডের পরে ৩ টা বুলিশ ক্যান্ডেল ফর্ম করে। এটা রিভার্সালের সংকেত দেয়। ৩ হোয়াইট সোলজারস যখন ফর্ম করে, তখন বুঝতে হবে যে হয় ডাউনট্রেন্ড শেষ হয়ে গেছে, বিশেষকরে এক্সটেন্ডেড (সম্প্রসারিত) ডাউনট্রেন্ড এবং ছোট একটি কনসোলিডেশন পেরিয়োডের পরে।
বৈধ প্যাটার্নের বৈশিষ্ট্য:
- ২য় ক্যান্ডেল ১ম ক্যান্ডেলের চেয়ে বড় হবে।
- ২য় ক্যান্ডেল হাই এর কাছাকাছি ক্লোজ হবে।
- ৩য় ক্যান্ডেল কমপক্ষে ২য় ক্যান্ডেলের সমান হবে।
- শ্যাডো ছোট হবে আর না থাকলেও হবে।
থ্রি ব্ল্যাক ক্রো ফর্ম করে যখন আপট্রেন্ডের পরে ৩ টা বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম করে। এটা রিভার্সালের সংকেত দেয়। ৩ ব্ল্যাক ক্রো যখন ফর্ম করে, তখন বুঝতে হবে যে হয় আপনট্রেন্ড শেষ হয়ে গেছে অথবা কনসোলিডেশন যা আপট্রেন্ড অনুসরন করছিল তা শেষ হয়ে গেছে। বৈধ প্যাটার্নের বৈশিষ্ট্য:
- ২য় ক্যান্ডেল ১ম ক্যান্ডেলের চেয়ে বড় হবে।
- ২য় ক্যান্ডেল হাই এর কাছাকাছি ক্লোজ হবে।
- ৩য় ক্যান্ডেল কমপক্ষে ২য় ক্যান্ডেলের সমান হবে।
- শ্যাডো ছোট হবে আর না থাকলেও হবে।
থ্রি ইনসাইড আপ ও ডাউন:থ্রি ইনসাইড আপ ও ডাউন হল রিভার্সাল প্যাটার্ন যা ট্রেন্ডের শেষের দিকে দেখা যায়। এটা ট্রেন্ড শেষ হবার সংকেত দিয়ে থাকে।
প্যাটার্ন চেনার উপায়:
- ১ম ক্যান্ডেলটা ট্রেন্ডের শেষের দিকে দেখা যাবে এবং টেন্ডের মত বড় আকারের ক্যান্ডেল হবে। যদি আপট্রেন্ড হয়, তাহলে বুলিশ আর ডাউনট্রেন্ড হলে বিয়ারিশ।
- ২য় ক্যান্ডেলটা অন্ততপক্ষে ১ম ক্যান্ডেলের অর্ধেক পর্যন্ত আসবে।
- ৩য় ক্যান্ডেলটা ১ম ক্যান্ডেলের হাই এর উপর গিয়ে ক্লোজ হতে হবে। এটা সংকেত দেয় যে বায়াররা সেলারদের চেয়ে শক্তিশালী হয়ে গেছে।