loading

FOREX BASIC COURSE

বুলিশ ও বিয়ারিশ এনগাল্ফিং প্যাটার্ন

  • 5.0 (4 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 24th, 2019 05:16 pm

বুলিশ ও বিয়ারিশ এনগাল্ফিং প্যাটার্ন ট্রেন্ডের শেষে ফর্ম হতে দেখা যায়। এরা শক্তিশালী রিভার্সালের সংকেত দিয়ে থাকে। 

বুলিশ এনগাল্ফিং প্যাটার্ন ডাউনট্রেন্ডের শেষের দিকে ফর্ম করতে দেখা যায়। প্রথম ক্যান্ডেলটা বিয়ারিশ হয়। পরের ক্যান্ডেলটা বুলিশ হয় যেটা প্রথম ক্যান্ডেলটাকে ঢেকে ফেলে।

অন্যদিকে বিয়ারিশ এনগাল্ফিং প্যাটার্ন আপট্রেন্ডের শেষের দিকে ফর্ম করতে দেখা যায়। প্রথম ক্যান্ডেলটা বুলিশ হয়। পরের ক্যান্ডেলটা বিয়ারিশ হয় যেটা প্রথম ক্যান্ডেলটাকে ঢেকে ফেলে।
 

টুইজার টপ ও টুইজার বটম:

টুইজার ট্রেন্ড রিভার্সালের সংকেত দিয়ে থাকে। সাধারনত টুইজার ট্রেন্ডের শেষের দিকে ফর্ম হয়ে থাকে।



সবচেয়ে কার্যকরী টুইজারের নিম্নোক্ত বৈশিষ্ট্য থাকে:

 

  • প্রথম ক্যান্ডেলটা ট্রেন্ডের অনুরুপ হবে। যদি আপট্রেন্ড হয়, তাহলে প্রথম ক্যান্ডেলটা বুলিশ হবে।
  • ২য় ক্যান্ডেলটা ট্রেন্ডের বিপরীত হবে। যদি আপট্রেন্ড হয়, তাহলে ২য় ক্যান্ডেলটা বিয়ারিশ হবে।
  • ক্যান্ডেলের শ্যাডোগুলো সমান দৈর্ঘ্য হবে। টুইজার টপের সমান হাই হবে আর টুইজার বটমের সমান লো হবে।

Recent Article
loading
Broker Section