loading

FOREX BASIC COURSE

সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন

  • 5.0 (5 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 24th, 2019 04:51 pm

হ্যামার ও হ্যাঙ্গিং ম্যান:

হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান দেখতে একরকম মনে হয় কিন্তু পূর্বের প্রাইস অ্যাকশনের উপর নির্ভর করে ভিন্ন জিনিস বুঝায়।


হ্যামার:

হ্যামার একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন। কিন্তু হ্যামার একা প্রাইস রিভার্সালের জন্য যথেষ্ট নয়। হ্যামার ফর্মের পরে একটা বুল ক্যান্ডেল আপনাকে রিভার্সালের কনফারমেশনের ধারনা দিতে পারে।

হ্যামার চেনার উপায়:

  • শ্যাডো বডির চেয়ে ২ থেকে ৩ গুন বড় হবে।
  • ছোট অথবা কোন আপার শ্যাডো থাকবে না।
  • বডিটা উপরমূখী হবে
  • বুল অথবা বিয়ার বডি হতে পারে। বুল হলে ভাল।


হ্যাঙ্গিং ম্যান:

হ্যাঙ্গিং ম্যান একটি বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। এটি একটি শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেল হিসেবেও গন্য হয়। যখন হ্যাঙ্গিং ম্যান ফর্ম করে, তখন বিয়াররা বুলদের চেয়ে বেশি শক্তিশালী হচ্ছে।

হ্যাঙ্গিং ম্যান চেনার উপায়:

  • শ্যাডো বডির চেয়ে ২ থেকে ৩ গুন বড়।
  • ছোট অথবা কোন আপার শ্যাডো থাকবে না।
  • বডিটা উপরমূখী হবে।
  • বুল অথবা বিয়ার বডি হতে পারে। বিয়ার হলে ভাল।
  • নিম্নে হ্যামার ও হ্যাঙ্গিং ম্যান এর উদাহরন দেয়া হল

 



ইনভার্টেড হ্যামার ও শুটিং স্টার:

ইনভার্টেড হ্যামার ও শুটিং স্টার ও দেখতে একরকম লাগে। পার্থক্য হল যে আপট্রেন্ডে না ডাউনট্রেন্ডে ফরম করে।


ইনভার্টেড হ্যামার ও শুটিং স্টার চেনার উপায় হ্যামার ও হ্যঙ্গিং ম্যানের মত। নিম্নে ইনভার্টেড হ্যামার ও শুটিং স্টার এর উদাহরন দেয়া হল:

 
চার্টে দেখতে পাচ্ছেন যে যখন ইনভার্টেড হ্যামার ফর্ম করছে, তখন সেলারদের ক্লান্ত হয়ে যাওয়ার ইঙ্গিত করছে। আর শুটিং স্টার যখন ফর্ম করছে তখন বাইয়ারদের ক্লান্ত হয়ে যাওয়ার ইঙ্গিত করছে।
Recent Article
loading
Broker Section