loading

FOREX BASIC COURSE

সাপোর্ট ও রেজিস্ট্যান্স

  • 4.0 (4 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 24th, 2019 04:40 pm

আপনি ফরেক্স ট্রেডিং করেন অথচ সাপোর্ট ও রেজিস্ট্যান্স জানেন না, এটা হতে পারে না। মার্কেট এনালাইসিস করার জন্য এর থেকে বেস্ট কিছু হতে পারে না। তাই মার্কেট এনালাইসিস শিখতে হলে আগে সাপোর্ট ও রেজিস্ট্যান্স সম্পর্কে পর্যাপ্ত ধারনা নিতে হবে।

ট্রেডাররা সাপোর্ট ও রেজিস্ট্যান্স নির্ধারন করার জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করতে পার এবং বিভিন্ন ধরনের সাপোর্ট ও রেজিস্ট্যান্স আছে যেমন Horizontal, Vertical, Rectangle, Triangle, Diagonal, dynamic ইত্যাদি। যেগুলো আমরা Advance Course-এ বিশদভাবে জানব। চলুন এবার একটা চার্টের মাধ্যমে সাপোর্ট ও রেজিস্ট্যান্স বোঝার চেষ্টা করি।

উপরের চার্টে কালো  লাইনটিকে আমরা প্রাইস ধরতে পারি। আমরা জানি মার্কেট ট্রেন্ড অনুসরণ করে মুভ করে এবং প্রাইস কখনও RANDOM মুভ করে না বরং একটা পয়েন্টে গিয়ে তার দিক পরিবর্তন করে এটাকে আমরা Retracement বা প্রাইসের কারেকশন বলতে পারি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে প্রাইস কোন পয়েন্টে গিয়ে দিক পরিবর্তন করবে আমরা বুঝব কিভাবে? এটা বোঝার জন্যই আপনাকে জানতে হবে সাপোর্ট  রেজিস্ট্যান্স কারন প্রাইস লেভেল সাপোর্ট ও রেজিস্ট্যান্সসে গিয়েই দিক পরিবর্তন করে থাকে।  যাইহোক এবার উপরের চার্টে A পয়েন্টের দিকে লক্ষ করুন, দেখবেন প্রাইস B পয়েন্টে গিয়ে আবার ফিরে এসেছে C পয়েন্টের দিকে। এখানে B পয়েন্ট হলো Resistance এবং C পয়েন্ট হল সাপোর্ট। তাহলে বিষয়টিকে এভাবে বলা য়ায় প্রাইস যখন  আপট্রেন্ডে একটা পয়েন্টের দিকে গিয়ে তার পথ বা ট্রেন্ড পরিবর্তন করে তখন সেই পয়েন্টকে আমরা বলব Resistance। অনুরুপভাবে প্রাইস যখন ডাউনট্রেন্ডে একটা পয়েন্টে গিয়ে দিক বা ট্রেন্ড পরিবর্তন করে আপ হতে থাকে তখন  আমরা তাকে বলব Support। মনে রাখতে হবে Support Resistance ভাইসভারসা হতে পারে প্রাইস লেভেলের উপর ভিত্তি করে। সাপোর্ট ও রেজিস্টেন্স আপনাকে পরবর্তী মার্কেট কন্ডিশনের পূর্বাভাস দিতে পারে।

ট্রেডিং প্লাটফর্মে সাপোর্ট রেজিস্ট্যান্স নির্ধারণ করা:

আপনি অনেক ধরনের Support & Resistance ইন্ডিকেটর পাবেন যেগুলো সম্পূর্ন Open Source। আপনার পছন্দ অনুযায়ী একটি ইন্ডিকেটর Install করে নিন এবং Daily chart-এ Support & Resistance দেখুন। একটা বিষয় Support & Resistance কিন্তু কোন পূর্বনির্ধারিত নম্বর না বরং এটা সময় অনুযায়ী পরিবর্তনশীল যেটা নির্ভর করে কোন সময়ের Support & Resistance ইন্ডিকেটর ব্যবহার করছেন তার উপর যেমন: Daily Support & Resistance or Hourly or Monthly Support & Resistance।

 

উল্লেখ্য যে সাপোর্ট ও রেজিস্ট্যান্স গননা করা হয়ে থাকে মার্কেটের প্রতিদিনের ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস (Daily High & Daily Low) calculate করে। যেটা মেনুয়ালী করা থেকে কোন ইন্ডিকেটর ব্যবহার করা উত্তম। উপরের চার্টে লক্ষ করুন যেখানে ২টা Resistance এবং ২টা Support আছে এবং মাঝে আছে Daily Pivot পয়েন্ট। S2 (১.২৪৮৮৪) বা Support 2 তে দেখুন, প্রাইস লেভেল টাচ করেছে কিন্তু ব্রেক করতে পারে নাই বরং এই লেভেলকে রিজেক্ট করেছে। এভাবেই প্রাইস লেভেল প্রতিটি সাপোর্ট ও রেজিস্ট্যান্সকে Respect করে থাকে Market Condition ভেদে। ট্রেডার হিসাবে আপনাকে বুঝতে হবে কোন S&R বেশি শক্তিশালী এবং কোনটি নয়।

কি ভাবে বুঝব যে প্রাইস লেভেল S&R ব্রেক করেছে কি না?

উত্তরটি একটু জটিল কিন্তু অনেক প্রফেশনাল ট্রেডার মনে করেন প্রাইস লেভেল যদি  সাপোর্ট ও রেজিস্টেন্স লাইনের বাইরে ক্লোজ হতে সক্ষম হয় তাহলে বুঝতে হবে যে তা ব্রেক করেছে। এটার অনেক ব্যতিক্রমও আছে। প্রকৃতপক্ষে এটা সঠিকভাবে বুঝতে হলে আপনার Experience লেভেল অনেক বাড়াতে হবে এবং মার্কেটের অবস্থা ( Market Condition) খুব ভালোভাবে বুঝতে হবে। বিষয়টিকে আমরা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব।

উপরের GBPUSD চার্টে A পয়েন্টের দিকে লক্ষ করুন যেখানে প্রাইস লেভেল support পয়েন্টের নিচে Close হয়েছে যেটা Support Breakout নির্দেশ করে। এরকম ভাবে B, C পয়েন্ট লক্ষ করুন। আশাকরি বিষয়টি বুঝতে পেরেছেন।


সাপোর্ট ও রেজিস্ট্যান্স সম্পর্কে আর একটা কথা, যখন সাপোর্ট ব্রেক করে, তারপর সেটা রেজিস্ট্যান্স হয়। আর রেজিস্ট্যান্স যখন ব্রেক করে তখন সেটা সাপোর্ট হয়।

 

Recent Article
loading
Broker Section