loading

FOREX BASIC COURSE

নিউ ইয়র্ক সেশন (Newyork session)

  • 5.0 (3 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 24th, 2019 04:34 am

নিউ ইয়র্ক সেশন (NewYork Session)

যদি মার্কেট ভোলাটিলিটির কথা বলা হয় তাহলে লন্ডন সেশনের পরেই নিউ ইয়র্ক সেশনের অবস্থান। নিউ ইয়র্ক সেশন সন্ধ্যা ৬টায় শুরু হয় আর রাত ২টায় শেষ হয়। এই সেশনের শুরুতেই US Economic নিউজগুলা রিলিজ হতে থাকে এবং মার্কেটের ভোলাটিলিটিও আস্তে আস্তে বাড়তে থাকে। তাই অবস্থানগত দিকদিয়ে লন্ডন সেশনের মত নিউ ইয়র্ক সেশনও ফরেক্স মার্কেটে অনেক গুরুত্ব বহন করে থাকে।

নিচে নিউইয়র্ক সেশনের গড় মুভমেন্টের তুলে ধরা হল:

নিউ ইয়র্ক সেশনের গুরুত্বপূর্ন বৈশিষ্টসমূহ:

  • এই সেশনের শুরুতেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ন Economic Event গুলো রিলিজ হয়
  • প্রায় ৮০% ট্রেডের সরাসরি Dollar ($) সাথে জড়িত যার ফলে এই সেশনে যখন Economic data রিলিজ হতে থাকে তখন মার্কেট মুভমেন্ট অনেক বেশী হয়ে থাকে।
  • এই সেশনে অধিকাংশ Trading Instruments গুলোতে স্বভাবিক মুভমেন্ট হয়ে থাকে।
  • ইউরোপিয়ান মার্কেট বন্ধ হবার করনে নিউ ইয়র্ক সেশনের মাঝামাঝি সময়ে মার্কেটের মুভমেন্ট তুলনামূলক একটু কম হয়ে থাকে।
  • Friday তে, মার্কেট অনেকসময় নিউ ইয়র্ক সেশনের শেষদিকে বিপরীতমুখী মুভ করে থাকে এর কারন হলো US Traders সাপ্তাহিক ছুটি শুরু হবার আগেই তাদের ট্রেড পজিশন ক্লোজ করে দেয়।

 

নিউ ইয়র্ক সেশনে কোন পেয়ারে ট্রেড কারা উচিত?

New York এবং London সেশেনের ওভারলেপিং থাকায় এই সেশনে লেনদেন অনেক বেশি হয়ে থাকে। এই সেশনে সবচেয়ে ভালো হয় মেজর কারেন্সিতে ট্রেড করা। USD এবং GBP পেয়ারে ট্রেড করা যেতে পারে এবং সবচেয়ে ভালো হয় Minor Currency পেয়ারগুলোতে ট্রেড না করা।



Recent Article
loading
Broker Section