ট্রেডিং সেশন (Trading Session): অনেক গুরুত্বপূর্ণ একটি Chapter। এই সেকশন শেষ করার পর আপনি জানতে পারবেন কখন আপনার ট্রেড করা উচিত আর কখন মার্কেট থেকে দূরে থকতে হবে।
ফরেক্স মার্কেট সপ্তাহে ২৪/৫ ঘন্টা খোলা থাকে কিন্তু তার মানে এই নয় যে, সর্বদাই ভোলাটাইল থাকবে এবং আপনি সবসময় ট্রেড করবেন।
আপনি চাইলে সপ্তাহে টানা ৫ দিন ট্রেড করতে পারবেন কিন্তু আপনি করবেন কি? নিশ্চই না! আপনি তখনই ট্রেড করবেন যখন আপনি মনে করবেন মার্কেটে মুভমেন্ট বেশি হবে বা ভোলাটাইল(Volatile) থাকবে। কিন্তু যখন মার্কেট বেশী মুভ করবেনা তখন ট্রেড করা আপানার জন্য অনেক বিরক্তিকর এবং কষ্টসাধ্য হয়ে উঠবে।
অনেক সময় আছে যখন মার্কেট মুভমেন্ট খুবই কম থাকে এবং ট্রেড করার উপযোগী থাকে না এবং সেই সব সময়ে মার্কেট মুভমেন্ট অনেক Confusing হয়ে যায়, যার ফলে লস হবার সম্ভাবনা বেড়ে যায়। আপনার মনে হতে পারে মার্কেট বুলিশ মুভ হবে কিন্তু মার্কেট ভোলাটাইল হলে আবার দেখা যায় বেয়ারিশ মুভ করছে।
যাইহোক এই সেকশনে আমরা দেখব আমাদের কোন সময়ে ট্রেড করা উচিত এবং কোন সময়ে নয়।
মার্কেটের সময়সূচী (Market hours):
ফরেক্স মার্কেটকে ৪টি ট্রেডিং সেশনে ভাগ করা যায়। যেগুলো হল:
লক্ষ্য করলে দেখতে পাবেন যে, ২টা ট্রেডিং সেশনের এক পর্যায়ে ২টি মার্কেট খোলা থাকে।
একটা বিষয়, প্রতিটা ট্রেডিং সেশন একটি নির্দিষ্ট সময়ে ওপেন হয়। Summer টাইমে 3.00-4.00AM EDT, Tokyo Session & London Session একসাথে এবং Summer and Winter-এ 8.00am–12.00PM ET তে London এবং New York session একে অন্যকে ত্রূস করে।
মনে রাখতে হবে যে, ২ টা সেশনের ক্রসিং সময়ে মার্কেটে ভোলাটিলিটি অনেক বেশি থাকে কারন মার্কেটের সকল অংশগ্রহনকারী কাজকর্মে লিপ্ত হয়ে যায় এবং তুলানামূলক বেশি লেনদেন সংগঠিত হয়।
এবার নিচের টেবিলে আমরা দেখব, কোন ট্রেডিং সেশনে গড়ে কত পিপস উঠানামা করে। উল্লেখ্য যে ইউরোপিয়ান সেশনে সবচেয়ে বেশি পিপস উঠানামা করে। এখন প্রতিটি সেশন আরো বিস্তারিতভাবে জানব পরবর্তী লেসনগুলোতে।
সফলতার জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই কারন কেউ কখনও কাউকে সফলতা এনে দিতে পারে না.. শুধুমাত্র সহযোগী হতে পারে। ফরেস্ক্র পেশায় আমাদের সফল
অনেকে প্রশ্ন করেন ভাই ট্রেডিংয়ে সফলতার মূলমন্ত্র কি? যদিও সফলতা অনেক দূর কিন্তু আমি আমার ছোট ট্রেডিং ক্যরিয়ারের আলকে বলতে পারি ট্রেডিং
ফরেক্স মার্কেটে যত ধরনের জনপ্রিয় এবং প্রফিটেবল ট্রেডিং সিস্টেম রয়েছে তার মধ্যে স্কাল্পিং(Scalping) ট্রেডিং সিস্টেম অন্যতম। খুব অল্প সময়ের ম
আসল Head & Shoulders Pattern প্রায়শই ঘটে না, কিন্তু যখন এটি তৈরি হয় তখন অনেক ট্রেডাররা এই প্যাটার্নকে মার্কেটে একটা বড় ধরনের ট্রেন্ড রিভারসেল (Reversal) প্
শুধুমাত্র ফরেক্স ট্রেডিং নয় জীবনের সকল স্তরে সফলতার জন্য প্রয়োজন লোভ থেকে দূরে থাকা। যারা লোভকে জয় করতে পারবে তাদের জন্য দীর্ঘস্থায়ী স
মানুষ অভ্যাসের দাস তাই তার পূর্বের অভ্যাস বা অবেগগুলোকে সে খুব সহজেই ঝেড়ে ফেলতে পারে না। ফরেক্স ট্রেডিংয়ে লসের অন্যতম কারন হল এই আবেগগু
দীর্ঘদিন ধরে ফরেক্স মার্কেটে সফলতার সাথে টিকে আছেন এমন কিছু ট্রেডারের কাছে যদি প্রশ্ন করা হয়, ট্রেডিংয়ের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্
প্রায় ৮ বছরের অভিজ্ঞতার আলোকে বলছি, অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য নয় বরং নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে তৈরি করাই হোক আপনার ট্রেডিংয়
এমন কি আছে যা শিখলে ফরেক্স মার্কেট আয়ত্তে আনা সম্ভব? আচ্ছা এমন কিছু কি আছে যা শিখলে ফরেক্স মার্কেটকে ভালোভাবে আয়ত্তে আনা সম্ভব হবে? এমন