সফলভাবে ট্রেড করা অনেকটা সফল মার্কেট এনালাইসিসের উপর নির্ভর করে। যে ট্রেডার যত নিখুতভাবে মার্কেট এনালাইসিস করতে পারবে সেই ট্রেডারের ট্রেডিং সফলতার হার ততো বেশি বাড়বে। ফরেক্স মার্কেটে সাধারণত ৩ ধরনের এনালাইসিস করা হয়ে থাকে। সেগুলো হল:
১. টেকনিক্যাল এনালাইসিস
২. ফান্ডামেন্টাল এনালাইসিস
৩. সেন্টিমেন্টাল এনালাইসিস
অনেকের মনে একটা প্রশ্ন আছে যে কোন ধরনের এনালাইসিস সবথেকে বেশি ইভেকটিভ। প্রকৃতপক্ষে আপনাকে লংটার্ম মার্কেটে টিকে থাকতে হলে এই তিন ধরনের এনালইসিস সম্পর্কে পর্যাপ্ত ধারনা থাকতে হবে কেননা এখানে একটি আরেকটির পরিপূরক।
পূর্বের প্রাইস ডাটা ব্যাবহার করে বর্তমান ও ভবিষ্যৎ মার্কেট মুভমেন্ট সম্পর্কে ধারনা বা Forecast করাকে টেকনিক্যাল এনালাইসিস বলে। আমারা সাধারণত যেসব প্লাটফর্ম ব্যবহার করে ট্রেড করে থাকি (যেমন: MT4, MT5, cTrader etc) সেগুলোতে মার্কেট সম্পকে পর্যাপ্ত তথ্য থাকে এবং এনালাইসিস করার জন্য বিভিন্নধরনের টুলস থাকে (যেমন: Indicators, Chart Tools etc) যেগুলো ব্যবহার করে আমরা খুব সহজভাবেই টেকনিক্যাল এনালাইসিস করতে পারি। ট্রেডাররা সাধারনত টেকনিক্যাল এনালাইসিস বলতে চার্টকেই বুঝে। আর এই চার্ট দিয়েই ট্রেডাররা ভবিষ্যৎ মার্কেট মুভমেন্ট নির্ধারণ করে থাকে।
টেকনিক্যাল এনালাইসিসের মূলনীতি হল “History tends to repeat itself”। মার্কেটে প্রাইসের প্রায় প্রতিটি মুভমেন্টের টেকনিক্যাল বিশ্লেষণ থাকে এবং সকল টেকনিক্যাল ট্রেডারের প্রধান লক্ষ্য হল এই মার্কেটের মুভমেন্টগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করা এবং সেই অনুযায়ী ট্রেড করা। টেকনিক্যাল এনালাইসিস সাধারনত অনেক ধরনের Mathematical Terms এর উপর ভিত্তি করে হয়ে থাকে যেখানে প্রমানিত হয়েছে যে মার্কেটে পূর্বে যা ঘটেছিল তা আবার ভবিষ্যতে ঘটতে পারে। তাই সফল ট্রেডিংয়ের ক্ষেত্রে টেকনিক্যাল এনালাইসিসের এর গুরুত্ব অপরিসীম।
একটি দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি ইত্যাদি প্রেক্ষাপট বিচার বিশ্লেষন করে সে দেশের অথনৈতিক অবস্থান সম্পর্কে ধারনা পোষন করাকে ফান্ডামেন্টাল এনালাইসিস বলে। আরও সহজভাবে বলতে গেলে অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক ইত্যাদির ওপর ভিত্তি করে যে এনালাইসিস করা হয় তাই ফান্ডামেন্টাল এনালাইসিস বলে। ফরেক্স মার্কেটকে ফান্ডামেন্টাল এনালাইসিস অনেক গুরুত্ব বহন করে কারন ফান্ডামেন্টাল নিউজ ইভেন্টগুলো হল মার্কেটের প্রাইস মুভমেন্টের প্রধান চালিকা শক্তি।
ফান্ডামেন্টাল এনালাইসিসে আপনাকে লক্ষ্য করতে হবে কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে। বেকারত্বের %, GDP, উৎপাদন রেট, কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার সংক্রান্ত মিটিং ইত্যাদি বিভিন্নধরনের ইকোনমিক ইন্ডিকেটর ফান্ডামেন্টাল এনালাইসিসে অনেক গুরুত্ব বহন করে। যে দেশের ইকোনমিক ইন্ডিকেটরগুলো থেকে প্রাপ্ত নিউজগুলোর ফলাফল যত বেশে পজেটিভ, সে দেশের অর্থনৈতিক অবস্থান ততো বেশি শক্তিশালী এবং যে দেশের অর্থনৈতিক অবস্থান যত বেশি শক্তিশালী সে দেশের কারেন্সি বা মুদ্রার মান ততো বাড়বে। অর্থনীতি ভালো হলে বিদেশি বিনীয়োগকারিরা বিনীয়োগ করতে আগ্রহী হবে এবং বিনীয়োগকারিদের সেই দেশের মুদ্রা কিনতে হবে ফলে দেশটির কারেন্সির ভ্যালু আরো বৃদ্ধি পাবে।
বিষয়টিকে বাংলাদেশের সাথে তুলনা করা যেতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যখন আরও ভাল হবে তখন আরও বেশি বিদেশি বিনিয়োগকারী এই দেশে বিনিয়োগ করতে এবং ব্যবসা সম্প্রসারন করতে আগ্রহী হবে। ফলশ্রুতিতে বাংলাদেশের টাকার চাহিদা বাড়বে এবং ভ্যালুও বাড়বে। অন্যান্য কারেন্সির ক্ষেত্রেও ঠিক একই রকম।
এক কথা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলঃ
আমারা জানি তিন ধরনের এ্যানালাইসিস আছে যেখানে ফান্ডামেন্টাল এ্যানালাইসিস সাধারনত করা হয় কারেন্সির ইকোনমিকাল ডাটার উপর ভিত্তি করে আর টেকনিক্যাল এ্যানালাইসিসগুলো করা হয়ে থাকে কারেন্সির চার্ট এনালাইসিস করে এবং এই দুই ধরনের এ্যানালাইসিসের উপর ভিত্তি করে ট্রেডাররা যখন একটা সিদ্বান্তে উপনীত হয় তখন তাকেই বলা হয় ট্রেডারের সেন্টিমেন্টাল এ্যানালাইসিস ।
আমাদের নিজস্ব মতামত, চিন্তা চেতনা এবং উপলব্ধি সবই সেন্টিমেন্টাল এ্যানালাইসিসেকে প্রভাবিত করে থাকে। সেন্টিমেন্টাল এ্যানালাইসিস কোনো নিয়ম তোয়াক্কা করেনা । টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এ্যানালাইসিসের যে সকল রুলস আছে সেগুলো তোয়াক্কা না করে নিজের আবেগ ও নিজস্ব মতামতকে প্রাধান্য দিয়ে মার্কেট এ্যানালাইসিস করাই সেন্টিমেন্টাল এ্যানালাইসিস।
একজন ট্রেডার মৌলিক ও গানিতিক ধারায় যতই বিশ্লেষন করুক না কেন প্রতিটি ট্রেড দেওয়ার সময় তার ব্যক্তিগত কিছু অনুভুতি কাজ করে যা অনেকসময় ট্রেডিংয়ের ফলাফল নির্ধারন করে দেয়, তাই সেন্টিমেন্টাল এ্যানালাইসিস এবং নিজের সেন্টিমেন্টকে নিয়ন্ত্রনে রাখাও একজন সফল ট্রেডারে অন্যতম বৈশিষ্ট।
সফলতার জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই কারন কেউ কখনও কাউকে সফলতা এনে দিতে পারে না.. শুধুমাত্র সহযোগী হতে পারে। ফরেস্ক্র পেশায় আমাদের সফল
অনেকে প্রশ্ন করেন ভাই ট্রেডিংয়ে সফলতার মূলমন্ত্র কি? যদিও সফলতা অনেক দূর কিন্তু আমি আমার ছোট ট্রেডিং ক্যরিয়ারের আলকে বলতে পারি ট্রেডিং
ফরেক্স মার্কেটে যত ধরনের জনপ্রিয় এবং প্রফিটেবল ট্রেডিং সিস্টেম রয়েছে তার মধ্যে স্কাল্পিং(Scalping) ট্রেডিং সিস্টেম অন্যতম। খুব অল্প সময়ের ম
আসল Head & Shoulders Pattern প্রায়শই ঘটে না, কিন্তু যখন এটি তৈরি হয় তখন অনেক ট্রেডাররা এই প্যাটার্নকে মার্কেটে একটা বড় ধরনের ট্রেন্ড রিভারসেল (Reversal) প্
শুধুমাত্র ফরেক্স ট্রেডিং নয় জীবনের সকল স্তরে সফলতার জন্য প্রয়োজন লোভ থেকে দূরে থাকা। যারা লোভকে জয় করতে পারবে তাদের জন্য দীর্ঘস্থায়ী স
মানুষ অভ্যাসের দাস তাই তার পূর্বের অভ্যাস বা অবেগগুলোকে সে খুব সহজেই ঝেড়ে ফেলতে পারে না। ফরেক্স ট্রেডিংয়ে লসের অন্যতম কারন হল এই আবেগগু
দীর্ঘদিন ধরে ফরেক্স মার্কেটে সফলতার সাথে টিকে আছেন এমন কিছু ট্রেডারের কাছে যদি প্রশ্ন করা হয়, ট্রেডিংয়ের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্
প্রায় ৮ বছরের অভিজ্ঞতার আলোকে বলছি, অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য নয় বরং নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে তৈরি করাই হোক আপনার ট্রেডিংয়
এমন কি আছে যা শিখলে ফরেক্স মার্কেট আয়ত্তে আনা সম্ভব? আচ্ছা এমন কিছু কি আছে যা শিখলে ফরেক্স মার্কেটকে ভালোভাবে আয়ত্তে আনা সম্ভব হবে? এমন