মেটাট্রেডার ৪ পরিচিতি
মেটাট্রেডার হলো বর্তমান সময়ে ট্রেডিংয়ের সবচেয়ে জনপ্রিয় একটি প্লাটফর্ম (Software)। প্রায় প্রতিটি ব্রোকারই মেটাট্রেডার ৪ সাপোর্ট করে থাকে।এই প্লাটফর্মের মাধ্যমে আপনি রিয়েল টাইমে কারেন্সি প্রাইস দেখতে, ট্রেড ওপেন অথবা নিয়ন্ত্রন করতে, টেকনিক্যাল অথবা ফান্ডামেন্টাল অ্যানালিসিস ইত্যাদি সকল কিছুই করতে পারবেন। আপনি যখন ব্রোকারে একাউন্ট করবেন তখন ব্রোকার আপনাকে এই মেটাট্রেডার Software ডাউনলোড করার লিংক দিয়ে দিবে। তাছাড়া আপনি ফ্রিতে এই Software ডাউনলোড করে ডেমো ট্রেডিং শুরু করতে পারেন খুব সহজেই।
এমটি ৪ এর সুবিধা হল যে এখানে প্রচুর কারেন্সি পেয়ার এবং ইনডিকেটর চয়েজের সুযোগ দেয়। শুধু তাই না, এতে চার্ট কাস্টমাইজ করার সুবিধা আছে আর এটা নতুনদের কাছেও সহজবোধ্য। মেকানিক্যাল ট্রেডাররা তাদের এক্সপার্ট এডভাইজর (ইএ) এমটি ৪ প্ল্যাটফর্মে ব্যাবহার করতে পারবে। এটা তাদের জন্য ট্রেডের সুযোগ চিহ্নিত করা সহজ করে দেয়। এমটি ৪ প্ল্যাটফর্ম ওয়েবসাইট দিয়ে login করা যায়না, যদিও এখন এমটিফোর এর ওয়েব ভর্সন বের হয়েছে। আপনাকে কম্পিউটারে অথবা ফোনে প্ল্যাটফর্ম ইন্সটল করতে হবে, Android এবং IOS ২ ধরনেরই APPS আওয়া যাবে
মাত্র ২ ধাপে অ্যাকাউন্ট খুলুনঃ
১ম ধাপঃ
ক) এমটি ৪ ডাউনলোড করে ইন্সটল করুন।
খ) নিম্নের যেসব তথ্য চাওয়া হয়েছে সেগুলো পূরণ করুন।
২য় ধাপঃ
ক) লগইন ইনফরমেশন সেভ করে রাখুন।
খ) এমটি ৪ দিয়ে, আপনি কয়েকটা অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারবেন আর এজন্য আপনাকে এমটি ৪ ক্লোজ করতে হবে না। অনুগ্রহ করে আগে দেখে নেবেন যে কোন অ্যাকাউন্টে আপনি ট্রেড ওপেন করতে যাচ্ছেন।
আপনি কি এখন লাইভ ট্রেড করার জন্য প্রস্তুত? লাইভ ট্রেড করবেন না ডেমো? লাইভ নয়,, অশ্যই ডেমো ট্রেড করে আগে নিজের দক্ষতা যাচাই করুন। ট্রেডিং শেখার এখনও ১%ও হয় নাই। সুতরাং কখনই আগে লাইভ করতে গিয়ে আপনার কস্ট করে অর্জিত অর্থ হারাবেন না। তাছাড়া, আপনি চাইলেই যেকোনো সময়ে লাইভ অ্যাকাউন্ট খুলে নিজের অর্থ হারানোর ক্ষমতা রাখেন। আপনাকে কেউ বাধা দেয়ার নেই।
সফলতার জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই কারন কেউ কখনও কাউকে সফলতা এনে দিতে পারে না.. শুধুমাত্র সহযোগী হতে পারে। ফরেস্ক্র পেশায় আমাদের সফল
অনেকে প্রশ্ন করেন ভাই ট্রেডিংয়ে সফলতার মূলমন্ত্র কি? যদিও সফলতা অনেক দূর কিন্তু আমি আমার ছোট ট্রেডিং ক্যরিয়ারের আলকে বলতে পারি ট্রেডিং
ফরেক্স মার্কেটে যত ধরনের জনপ্রিয় এবং প্রফিটেবল ট্রেডিং সিস্টেম রয়েছে তার মধ্যে স্কাল্পিং(Scalping) ট্রেডিং সিস্টেম অন্যতম। খুব অল্প সময়ের ম
আসল Head & Shoulders Pattern প্রায়শই ঘটে না, কিন্তু যখন এটি তৈরি হয় তখন অনেক ট্রেডাররা এই প্যাটার্নকে মার্কেটে একটা বড় ধরনের ট্রেন্ড রিভারসেল (Reversal) প্
শুধুমাত্র ফরেক্স ট্রেডিং নয় জীবনের সকল স্তরে সফলতার জন্য প্রয়োজন লোভ থেকে দূরে থাকা। যারা লোভকে জয় করতে পারবে তাদের জন্য দীর্ঘস্থায়ী স
মানুষ অভ্যাসের দাস তাই তার পূর্বের অভ্যাস বা অবেগগুলোকে সে খুব সহজেই ঝেড়ে ফেলতে পারে না। ফরেক্স ট্রেডিংয়ে লসের অন্যতম কারন হল এই আবেগগু
দীর্ঘদিন ধরে ফরেক্স মার্কেটে সফলতার সাথে টিকে আছেন এমন কিছু ট্রেডারের কাছে যদি প্রশ্ন করা হয়, ট্রেডিংয়ের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্
প্রায় ৮ বছরের অভিজ্ঞতার আলোকে বলছি, অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য নয় বরং নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে তৈরি করাই হোক আপনার ট্রেডিংয়
এমন কি আছে যা শিখলে ফরেক্স মার্কেট আয়ত্তে আনা সম্ভব? আচ্ছা এমন কিছু কি আছে যা শিখলে ফরেক্স মার্কেটকে ভালোভাবে আয়ত্তে আনা সম্ভব হবে? এমন