loading

FOREX BASIC COURSE

মেটাট্রেডার ৪-5 পরিচিতি (MT4-5)

  • 4.0 (12 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 22nd, 2019 07:20 pm

মেটাট্রেডার ৪ পরিচিতি 

মেটাট্রেডার হলো বর্তমান সময়ে ট্রেডিংয়ের সবচেয়ে জনপ্রিয় একটি প্লাটফর্ম (Software)। প্রায় প্রতিটি ব্রোকারই মেটাট্রেডার ৪ সাপোর্ট করে থাকে।এই প্লাটফর্মের মাধ্যমে আপনি রিয়েল টাইমে কারেন্সি প্রাইস দেখতে, ট্রেড ওপেন অথবা নিয়ন্ত্রন করতে, টেকনিক্যাল অথবা ফান্ডামেন্টাল অ্যানালিসিস ইত্যাদি সকল কিছুই করতে পারবেন। আপনি যখন ব্রোকারে একাউন্ট করবেন তখন ব্রোকার আপনাকে এই মেটাট্রেডার Software ডাউনলোড করার লিংক দিয়ে দিবে। তাছাড়া আপনি ফ্রিতে এই Software ডাউনলোড করে ডেমো ট্রেডিং শুরু করতে পারেন খুব সহজেই।

   
এমটি ৪ এর সুবিধা হল যে এখানে  প্রচুর কারেন্সি পেয়ার এবং ইনডিকেটর চয়েজের সুযোগ দেয়। শুধু তাই না, এতে চার্ট কাস্টমাইজ করার সুবিধা আছে আর এটা নতুনদের কাছেও সহজবোধ্য। মেকানিক্যাল ট্রেডাররা তাদের এক্সপার্ট এডভাইজর (ইএ) এমটি ৪ প্ল্যাটফর্মে ব্যাবহার করতে পারবে। এটা তাদের জন্য ট্রেডের সুযোগ চিহ্নিত করা সহজ করে দেয়। এমটি ৪ প্ল্যাটফর্ম ওয়েবসাইট দিয়ে login  করা যায়না, যদিও এখন এমটিফোর এর ওয়েব ভর্সন বের হয়েছে। আপনাকে কম্পিউটারে অথবা ফোনে প্ল্যাটফর্ম ইন্সটল করতে হবে, Android এবং IOS ২ ধরনেরই APPS আওয়া যাবে


মাত্র ধাপে অ্যাকাউন্ট খুলুনঃ
১ম ধাপঃ 
) এমটি ডাউনলোড করে ইন্সটল করুন।

) নিম্নের যেসব তথ্য চাওয়া হয়েছে সেগুলো পূরণ করুন

২য় ধাপঃ 
) লগইন ইনফরমেশন সেভ করে রাখুন।
) এমটি দিয়ে, আপনি কয়েকটা অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারবেন আর এজন্য আপনাকে এমটি ক্লোজ করতে হবে না। অনুগ্রহ করে আগে দেখে নেবেন যে কোন অ্যাকাউন্টে আপনি ট্রেড ওপেন করতে যাচ্ছেন। 


আপনি কি এখন লাইভ ট্রেড করার জন্য প্রস্তুত? লাইভ ট্রেড করবেন না ডেমো? লাইভ নয়,, অশ্যই ডেমো ট্রেড করে আগে নিজের দক্ষতা যাচাই করুন। ট্রেডিং শেখার এখনও ১%ও হয় নাই। সুতরাং কখনই আগে লাইভ করতে গিয়ে আপনার কস্ট করে অর্জিত অর্থ হারাবেন না। তাছাড়া, আপনি চাইলেই যেকোনো সময়ে লাইভ অ্যাকাউন্ট খুলে নিজের অর্থ হারানোর ক্ষমতা রাখেন। আপনাকে কেউ বাধা দেয়ার নেই

 

Icmarkets

Recent Article
loading
Broker Section