ট্রেডিংয়ের সফলতার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম হল “মানি ম্যানেজমেন্ট”। আপনি যত ভালো ট্রেডই করেন না কেন সঠিক মানি ম্যানেজমেন্ট সিস্টেম না থাকলে আপনার ট্রেডিংয়ের সফলতা সর্বদাই ধরা ছোয়ার বাইরে থাকবে, এ বিষয়ে কোন সন্দেহ নেই। অন্যদিকে অনেকে আবার খুব ভালো ট্রেড করতে না পারলেও সঠিক মানি ম্যানেজমেন্ট রুলস মেনে চলার কারনে লংটার্ম ধরে ধারাবাহিক প্রফিট করে যাচ্ছে। কথাটি অপ্রিয় হলেও সত্য, মানি ম্যানেজমেন্ট নিয়ে অধিকাংশ ট্রেডারদের মঝে উদাসীনতা লক্ষ করা যায় এবং অধিকাংশ ট্রেডার মানি ম্যানেজমেন্ট বলতে স্টপ লসকে (StopLoss) বুঝে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে মানি ম্যানেজমেন্ট অনেক সুদূরপ্রসারী একটা বিষয় যেখানে স্টপলস হলে একটা অংশ মাত্র। এখন প্রশ্ন হলে, মানি ম্যনেজমেন্ট আসলে কি?
এক কথায় বলতে গেলে আপনার ট্রেডিং একাউন্টের মুল BALANCE সঠিক এবং নিরাপদভাবে পরিচালনা করার জন্য যে সুনির্দিষ্ট, গঠনমূলক এবং Calculative পন্থা বা সিস্টেম ব্যবহার করা হয় তাকেই মানি ম্যানেজমেন্ট বলা হয়ে থাকে। একাউন্ট ব্যাল্যান্স কতটুকু হাতে রেখে ট্রেড করবেন, ট্রেড নেভেটিভ হলে স্বইচ্ছায় কত লস নিবেন এবং প্রফিট করলে কত প্রফিট নিবেন, ট্রেড ক্লোজ না করে কিভাবে প্রফিটের ট্রেড Continue করবেন, কত লট সাইজে ট্রেড ওপেন করবেন, রিস্ক রেওয়ার্ড রেশিও কিভাবে ফলো করবেন ইত্যাদি সবকিছুই মানি ম্যানেজমেন্টের আলোচ্য বিষয়।
অনেকে মনে করে থাকেন, ফরেক্স ব্যবসায় ভালো করতে হলে বড় ধরনের বিনিয়োগ করতে হয়। আবার অনেকে বলে একাউন্ট Balance বেশি থাকলে ট্রেডিংয়ের ঝুঁকি থাকে না। আচ্ছা ট্রেডিংয়ের ক্ষেত্রে এই কথাগুলো কতটা যুক্তিসংগত বলে আপনার মনে হয়? অনেকে আছে মাত্র ১০ হাজার টাকায় সুন্দরভাবে সংসার চালাতে পারে আবার কেউ ১ লক্ষ টাকাও সাংসার চালাতে হিমশিম খায়, ঠিক তেমনিভাবে আপনি যদি সঠিক মানি ম্যানেজমেন্ট জানেন তাহলে ১০ ডলারের একাউন্টে টেড করেও সফলতা অর্জন করতে পারবেন। এরকম উদাহরণ এই মার্কেটে বিরল নয়। Larry Williams নামে এক ট্রেডার মাত্র $10,000 দিয়ে ট্রেড শুরু করে এক বছরে ১ মিলিয়ন ডলার এর বেশি ইনকাম করেন এই মার্কেট থেকে, হুম এটাই বাস্তবতা। এই মার্কেটেই সম্ভব নিজের ক্ষুদ্র মূলধনকে নিজের স্বপ্নের সমান বড় করা।
উপরের চিত্রে একটা লাইভ ট্রেডিং একাউন্টের ট্রেডিং রেকর্ড দেখান হলো যেখানে বিনিয়োগ করা হয়েছিল ২০০০ ডলার এবং প্রফিট হয়েছে প্রায় ৩৬০০০ ডলার মাত্র ১ বছরে।
যারা মানি ম্যানেজমেন্ট রুলসকে বিশ্বাস এবং সম্মান করে ট্রেড করেন তাদের ভিতর আপনা আপনি ভাবেই কিছু Discipline চলে আসবে যেমন ট্রেড দেওয়ার আগে সম্ভাব্য লস হিসাব করে নেওয়া, ওভার ট্রেড না করা, লোভ সংবরণ করা, সঠিক লট সাইজ ব্যবহার করা, Gambling করা থেকে দূরে থাকা ইত্যাদি। বিষয়গুলোকে একটু DEEPLY চিন্তা করলে দেখবেন এই গুনগুলোই একজন সফল ট্রেডারের প্রধান বৈশিষ্ট এবং ঠিক সেই জন্যই মানি ম্যানেজন্টেকে বলা হয় ট্রেডিংয়ে সফলতার প্রধান চাবিকাঠি।
সফলতার জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই কারন কেউ কখনও কাউকে সফলতা এনে দিতে পারে না.. শুধুমাত্র সহযোগী হতে পারে। ফরেস্ক্র পেশায় আমাদের সফল
অনেকে প্রশ্ন করেন ভাই ট্রেডিংয়ে সফলতার মূলমন্ত্র কি? যদিও সফলতা অনেক দূর কিন্তু আমি আমার ছোট ট্রেডিং ক্যরিয়ারের আলকে বলতে পারি ট্রেডিং
ফরেক্স মার্কেটে যত ধরনের জনপ্রিয় এবং প্রফিটেবল ট্রেডিং সিস্টেম রয়েছে তার মধ্যে স্কাল্পিং(Scalping) ট্রেডিং সিস্টেম অন্যতম। খুব অল্প সময়ের ম
আসল Head & Shoulders Pattern প্রায়শই ঘটে না, কিন্তু যখন এটি তৈরি হয় তখন অনেক ট্রেডাররা এই প্যাটার্নকে মার্কেটে একটা বড় ধরনের ট্রেন্ড রিভারসেল (Reversal) প্
শুধুমাত্র ফরেক্স ট্রেডিং নয় জীবনের সকল স্তরে সফলতার জন্য প্রয়োজন লোভ থেকে দূরে থাকা। যারা লোভকে জয় করতে পারবে তাদের জন্য দীর্ঘস্থায়ী স
মানুষ অভ্যাসের দাস তাই তার পূর্বের অভ্যাস বা অবেগগুলোকে সে খুব সহজেই ঝেড়ে ফেলতে পারে না। ফরেক্স ট্রেডিংয়ে লসের অন্যতম কারন হল এই আবেগগু
দীর্ঘদিন ধরে ফরেক্স মার্কেটে সফলতার সাথে টিকে আছেন এমন কিছু ট্রেডারের কাছে যদি প্রশ্ন করা হয়, ট্রেডিংয়ের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্
প্রায় ৮ বছরের অভিজ্ঞতার আলোকে বলছি, অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য নয় বরং নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে তৈরি করাই হোক আপনার ট্রেডিংয়
এমন কি আছে যা শিখলে ফরেক্স মার্কেট আয়ত্তে আনা সম্ভব? আচ্ছা এমন কিছু কি আছে যা শিখলে ফরেক্স মার্কেটকে ভালোভাবে আয়ত্তে আনা সম্ভব হবে? এমন