loading

FOREX BASIC COURSE

লাভ-লোকসান কিভাবে হিসাব করবেন?

  • 5.0 (17 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 21st, 2019 10:17 pm

আশাকরি আপনি এখন পিপস ভ্যালু সম্পর্কে অনেক সুন্দর একটা ধারনা পেয়েছেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এই মার্কেটে লাভ-লোকসান কিভাবে হিসাব করতে হয়? আমরা এখানে আগের উদাহরনটা ব্যবহার করব:

আপনি ১.৫০০০ তে GBP/USD কিনেছিলেন।

GBP/USD ১.৫০৫০ তে যাওয়ার পর আপনি ট্রেড ক্লোজ করে দিলেন।

তাহলে আপনার পিপ ভ্যালু হল (০.০০০১ X ১.৫০০০) X ১০,০০০= ০.৬৬৭ X ১.৫০০০ = $১

আপনার লাভ হল ১.৫০৫০-১.৫০০০ = ৫০ পিপস X $১ প্রতি পিপ = $৫০



এখানে স্প্রেডের একটি বিষয় আছে। আপনি যখন বাই করেন তখন আস্ক (ASK) প্রাইসে বাই করেন আর সেই ট্রেড যখন ক্লোজ করেন তখন বিড (BID) প্রাইসে ক্লোজ করেন। ঠিক উল্টাভাবে আপনি যখন সেল করেন তখন বিড প্রাইসে সেল করেন আর সেই ট্রেড যখন ক্লোজ করেন তখন আস্ক প্রাইসে ক্লোজ করেন।

ব্রোকারে আপনার টেডিং স্প্রেড যত কম হবে আপনার প্রফিট ততো বেশি হবে। অনেক ব্রোকার আছে যারা অনেক কম স্প্রেডে আপনাকে ট্রেড করার সুযোগ দিবে,আমরা আমাদের ব্রোকার রিভিউ (Broker Review) সেকশনে এরকম কিছু ব্রোকার নিয়ে আলোচনা করেছে এবং তুলে ধরেছি ব্রোকারগুলোর ভালো এবং খারাপ দিক গুলো। আপনি আপনার পছন্দ অনুসারে ব্রোকার নির্ধারন করে ট্রেডিং একাউন্ট ওপেন করতে পারবেন এবং শুরু করতে পারবেন ট্রেডিং। 

FBS Broker

Recent Article
loading
Broker Section