loading

FOREX BASIC COURSE

লিভারেজ কি?

  • 5.0 (8 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 19th, 2019 05:48 pm

লেভারেজকে বাংলায় মার্জিন লোন বলা হয়ে থাকে। আমরা যারা STOCK মার্কেটের সাথে যুক্ত তারা “মার্জিন লোন” শব্দের সাথে অনেক পরিচিত।  আপনি যেন অল্প পরিমান ক্যাপিটাল নিয়ে ট্রেড শুরু করতে পারেন সেজন্য প্রতিটি ফরেক্স ব্রোকার আপনার ক্যাপিটালের বিপরীতে লোন প্রদান করে থাকে এবং এটাকে বলা হয় লেভারেজ। এবার আসুন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার হওয়া যাক:

ধরুন আপনার ক্যাপিটাল মাত্র ৫০ ডলার এবং আপনার লেভারেজ যদি ১:৫০০ হয় তাহলে আপনি ট্রেড কারার সময় ব্রোকার আপনাকে সর্বচ্চ ৫০০ গুন পর্যন্ত লোন দিবে। যে কারনে আপনি সর্বচ্চ ৫০*৫০০=$২৫০০০ ডলার ট্রেড করতে পারবেন।

ব্রোকার আপনার অল্প অর্থের বিপরীতে আপনাকে বড় অঙ্কের অর্থ দিবে যাতে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করে বেশি লাভ করতে পারেন। এর কারন হল ব্রোকার আপনাকে অর্থ ধার দেয় ট্রেড করতে আর যখন আপনি ট্রেড ক্লোজ করেন, তখন ব্রোকার তার টাকা আবার ফেরত নিয়ে যায়। চলুন দেখি কিভাবে:

ধরুন আপনার কাছে $৫০০ আছে। GBP/USD এর বর্তমান মূল্য ১.৫০০০। আপনি ১ মাইক্রো লট (অর্থাৎ $১ প্রতি পিপ) কিনতে চাচ্ছেন। আপনার পছন্দের লেভারেজ হল ১:১০০। এর মানে ১০,০০০ ইউনিট

আপনার ব্রোকার $১৫০ নিয়ে আপনাকে ট্রেড শুরু করতে দিবে। এই $১৫০ আপনি আপনার একাউন্টে মার্জিন হিসেবে দেখবেন। আপনি যখন ট্রেড ক্লোজ করে দিবেন তখন আপনার ব্রোকার আপনার একাউন্টে $১৫০ ফেরত দিয়ে দেবে।

একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, অধিক লেভারেজ যেমন আপনাকে অধিক প্রফিট করতে সাহায্য করবে ঠিক তেমনি অধিক লেভারেজ অপনাকে অধিক লসের সম্মুখীনও করতে পারে। সুতরাং ট্রেডিংয়ের ক্ষেত্রে লেভারেজ সবসময় সীমিত রাখাই ভালো। 

Recent Article
loading
Broker Section