loading

FOREX BASIC COURSE

লট, লেভারেজ, লাভ ও লস

  • 5.0 (7 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 19th, 2019 09:40 pm

একজন ট্রেডার হিসাবে আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ন পরিষ্কার ধারনা রাখতে হবে।

 

FXTMপিপ কি?

সাধারণত কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪র্থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে PIP বা পিপ বলে। ১ এর অধিক পিপ কে আমরা পিপস বলে থাকি। ১ পিপ = ০.০০০১ এবং ২ পিপস = ০.০০০২। উদাহরনস্বরূপ যদি EUR/USD ভ্যালু ১.১৫০০০ থেকে ১.১৫১০০ তে যায় তাহলে একে ১০ পিপস গণনা করা হয়।

তবে জাপানি পেয়ারগুলোতে পিপস গণনার ক্ষেত্রে কিছুটা বেতিক্রম লক্ষ করা যায় কারন জাপানি পেয়ারগুলোতে ২ ডেসিমেলে ধরা হয়। এই ক্ষেএে শেষ ডেসিমেলটাতে পিপ গননা করা হয়। ধরুন USD/JPY যদি ১১০.১০ থেকে ১১০.২০ তে যায় তাহলে একে ১০ পিপস ধরা হবে।

Pips & Pipette

কারেন্সি কোটেশন আবার ৪ ডিজিটের জায়গায় ৫ ডিজিটেরও হয়ে থাকে সেগুলোকে ফ্রাকশনাল পিপ অথবা পিপেটিস বলা হয়ে থাকে। সাধারণত ECN বা STP ব্রোকারগুলোতে ৫ ডিজিটের প্রাইচ ফিড দেখা যায়।

লট গননা করা:

  • স্ট্যান্ডার্ড লট ব্রোকার
  • মিনি লট ব্রোকার
  • মাইক্রো লট ব্রোকার

 

স্ট্যান্ডার্ড লট ব্রোকারে ১ লট = $১০/পিপস। কিন্তু মিনি লট ব্রোকারে ১ লট = $১/পিপস। আর মাইক্রো লট ব্রোকারে ১০ লট = $১/পিপস।

তার মানে, আপনি স্ট্যান্ডার্ড লট ব্রোকারে যদি ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং ১০ পিপস আপনার অনুকুলে যায় তবে আপনার প্রফিট হবে $১০x১০=$১০০. অনুরুপভাবে লস হলেও $১০০ হবে।

কিন্তু, আপনি মিনি লট ব্রোকারে যদি ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং ১০ পিপস আপনার অনুকুলে যায় তবে আপনার লাভ হবে $১x১০=$১০. অনুরুপভাবে লস হলেও $১০ হবে।

আর, আপনি মাইক্রো লট ব্রোকারে যদি ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং ১০ পিপস আপনার অনুকুলে যায় তবে আপনার লাভ হবে $০.১x১০=$১. অনুরুপভাবে লস হলেও $১ হবে।

 

FBS

স্ট্যান্ডার্ড লট ব্রোকারেঃ

  • ১ স্ট্যান্ডার্ড লট = $১০/পিপস
  • ০.১ স্ট্যান্ডার্ড লট = $১/পিপস
  • ০.০১ স্ট্যান্ডার্ড লট = $০.১০/পিপস
  • ১০ স্ট্যান্ডার্ড লট = $১০০/পিপস

মিনি লট ব্রোকারেঃ

  • ১ মিনি লট = $১/পিপস
  • ০.১ মিনি লট = $০.১০/পিপস
  • ০.০১ মিনি লট = $০.০১/পিপস
  • ১০ মিনি লট = $১০/পিপস

মাইক্রো লট ব্রোকারেঃ

  • ১ মাইক্রো লট = $০.১০/পিপস
  • ০.১ মাইক্রো লট = $০.০১/পিপস
  • ০.০১ মাইক্রো লট = $০.০০১/পিপস
  • ১০ মাইক্রো লট = $১/পিপস

Icmarkets

আশাকরি বিষয়টা এখন অনেক সহজ মনে হচ্ছে।

অধিকাংশ ব্রোকার আপনাকে সর্বনিম্ন ০.০১ লটে ট্রেড করতে দিবে। অর্থাৎ, স্ট্যান্ডার্ড লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন ১০ সেন্ট। কিন্তু মিনি লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন ১ সেন্ট। আর মাইক্রো লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন ০.১ সেন্ট। সুতরাং আপনার ক্যাপিটাল যদি কম হয়ে থাকে, তাহলে আপনি মিনি লট বা মাইক্রো লট ব্রোকারে কম রিস্ক নিয়ে ট্রেড করতে পারবেন।

শুধু যে আপনি ১ লট, ০.১ লট অথবা ০.০১ লটে ট্রেড করতে পারবেন তাই নয়, আপনি চাইলে ২.৫ লট, ১.৩ লট এরকম কাস্টম লটেও ট্রেড করতে পারেন।

 

কিভাবে বুঝবো আমার ব্রোকারটি মাইক্রো লট, মিনি লট না স্ট্যান্ডার্ড লট?

আপনি যখন ব্রোকারে এক্যাউন্ট ওপেন করতে যাবেন ওখানে বিস্তারিত পাবেন যেমন: এ্যকাউন্ট টাইপ, সর্বনিম্ন ডিপজিট, স্প্রেড, লেভারেজ ইত্যাদি।তাছাড়া আপনি যদি না জানেন আপনার ব্রোকারটি মাইক্রো লট, মিনি লট না ষ্ট্যাণ্ডার্ড লট, তাহলে ব্রোকারের লাইভ সাপোর্টে প্রশ্ন করুন। অনেক সময় তাদের ওয়েবসাইটেও দেয়া থাকে। অথবা তাদের সাথে একটি ডেমো অ্যাকাউন্ট খুলে ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করুন।

এখানে উল্লেখ্য যে কিছু কিছু ব্রোকারে অ্যাকাউন্ট টাইপ অনুযায়ী ষ্ট্যাণ্ডার্ড লট, মিনি লট, মাইক্রো লট হয়ে থাকে।

XM

এবার আসুন ইউনিটের মাধ্যমে লট গননার পদ্ধতি জেনে রাখি:


অতীতে আমরা স্ট্যান্ডার্ড লটের নিজে ট্রেড করা যেত না। যেকারনে কখন শুধুমাত্র ধনীব্যক্তিরাই ট্রেড করত। কিন্তু কালের বিবর্তনে এখন আমরা নিনি বা মাইক্রো লটেও ট্রেড করতে পারি।

লট              নাম্বার

স্ট্যান্ডার্ড         ১০০,০০০ ইউনিট

মিনি               ১০,০০০ ইউনিট

মাইক্রো              ১,০০০ ইউনিট



ধরুন আমরা ১ লট মানে ১,০০,০০০ ইউনিট দিয়ে ট্রেড করব। দেখি এখন পিপ ভ্যালু কিভাবে গননা করব:

যখন USD বেস কারেন্সি: (০.০১/এক্সচেঞ্জ রেট) X ১০০,০০০= $XX প্রতি পিপ

(১) USD/JPY এর এক্সচেঞ্জ রেট ১১৯.৮০০ তাহলে (০.০১/১১৯.৮০)*১০০.০০০= $৮.৩৪ প্রতি পিপ। 

(২) USD/CHF এর এক্সচেঞ্জ রেট ১.৪৫৫৫ তাহলে (.০০০১/১.৪৫৫৫)*১০০.০০০= $৬.৮৭ প্রতি পিপ। 

FxSVPS

যখন ডলার বেস কারেন্সি নয়, এর গননা একটু বিভিন্ন রকমের:

USD কোট কারেন্সি: (০.০১/ এক্সচেঞ্জ রেট) X ১০০,০০০ X এক্সচেনজ রেট = $XX প্রতি পিপ

(১) EUR/USD এক্সচেঞ্জ রেট ১.১৯৩০ তাহলে (.০০০১/১.১৯৩০)* ১০০.০০০= €৮.৩৮ X ১.১৯৩০= $৯.৯৯৭৩৪ অথবা $১০ প্রতি পিপ।

(২) GBP/USD এক্সচেঞ্জ রেট ১.৮০৪০ তাহলে (.০০০১/১.৮০৪০)*১০০,০০০ = £৫.৫৪*১.৮০৪০ = $৯.৯৯৪১৬ বা $১০ প্রতি পিপ। 

এখানে উল্লেখ্য য়ে বিভিন্ন ব্রোকারে লট গননার পদ্ধতি বিভিন্ন করম হতে পারে। তবে তারা যেভাবেই পিপ ভ্যালু গননা করুক না কেন, আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে তারা পিপ ভ্যালু গননা করার পদ্ধতি আপনাকে বুঝতে সাহায্য করবে।

Recent Article
loading
Broker Section