loading

FOREX BASIC COURSE

ট্রেন্ডিং মার্কেট (Trending Market)

  • 4.0 (3 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 23rd, 2019 07:41 pm

ট্রেন্ডিং মার্কেট (Trending Market): মার্কেটকে আমরা তখনই ট্রেন্ডিং মার্কেট (Trending Market) বলব যখন মার্কেট পরপর হাইয়ার হাই(Higher High) এবং হাইয়ার লো (Higher lows)তৈরি হবে যদি আপট্রেন্ড(Uptrend)হয়, লোয়ার হাই(Lower Highs) এবং লোয়ার লো (Lower Low) তৈরি করবে যদি  ডাউনট্রেন্ড মার্কেট হয়। ট্রেন্ডলাইন অংকনের মাধ্যমে খুব সহজেই বোঝা যাবে যে মার্কেট আপট্রেন্ডে আছে না ডাউনট্রেন্ডে আছে। নিচে উদাহরনের মাধ্যমে আমরা বিষয়টি আরও বিস্তারিতভাবে দেখব:

ট্রেন্ডলাইন যদি উদ্ধগামী হয় তাহলে বুঝতে হবে মার্কেট আপট্রেন্ডে আছে। উল্লেখ্য যে টাইমফ্রেমভেদে মার্কেট ট্রেন্ড ভিন্ন হতে পারে।তবে হাইয়ার টাইমফ্রেমে (Daily, Weekly, Monthly) উদ্ধগামী ট্রেন্ডলাইন দীর্ঘমেয়াদী মার্কেট টেন্ড প্রকাশ করে থাকে। প্রাইস একশন ট্রেডাররা মনে করে থাকেন দিনের এবং সপ্তাহিক চার্ট অনেক ভালো কাজ করে।

মার্কেট Trending অথবা Randing আছে কি না তা নির্ধারণ করার জন্য ADX ইন্ডিকেটর ব্যবহার করা যেতে পারে। এই ইন্ডিকেটরের ভ্যলু যদি ২৫ এর উপরে থাকে তাহলে বুঝতে হবে মার্কেট ট্রেন্ডে আছে আবার যদি ২৫ এর নিচে থাকে তাহলে বুঝতে হবে মার্কেট RANGE এ আছে। নিচের চিত্রে বোঝার চেষ্টা করুন:

 

Recent Article
loading
Broker Section