loading

Forex Basic Course

ট্রেডিংয়ে সফলতার মূলমন্ত্র

  • 5.0 (9 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • 27 Mar, 2019 11:11am
ট্রেডিংয়ে সফলতার মূলমন্ত্র

অনেকে প্রশ্ন করেন ভাই ট্রেডিংয়ে সফলতার মূলমন্ত্র কি? যদিও সফলতা অনেক দূর কিন্তু আমি আমার ছোট ট্রেডিং ক্যরিয়ারের আলকে বলতে পারি ট্রেডিংয়ে সফলতার মূলমন্ত্র হল ট্রেডিং সাইকোলজি ম্যনেজমেন্ট... এটা কোন ব্যাপারই না ...যে আপনি কত ভাল ট্রেড করতে পারেন,,,, কত ভাল ট্রেডিং Strategy দিয়ে ট্রেড করছেন,,,, বা কত ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারেন ….. ইত্যাদি কোন কিছুই কাজ করবে না যদি আপনার ট্রেডিং সাইকলজি ঠিক না থাকে। ১০০% শিওর থাকেন।
যে কোন কারনেই আপনার ট্রেডিং সাইকোলজি ফল করতে পারে এবং আপানার ট্রেডেং ক্যারিয়ার হতে পারে চরম ঝুকির সম্মুখীন ।
 

 
ট্রেডিং সাইকোলজি ঠিক রাখতে যে বিষয়গুলো আমাদের মেনে চলা আবশ্যক বলে আমার মনে হয়:
  • যারা ভাল ট্রেড করেন তাদের উদ্দেশ্যে বলছি দয়াকরে কখনও কনো বিডি ট্রেডারদের (লুজার ট্রেডার/ বেশিবুঝা পাবলিক) ফান্ড ম্যানেজ করবেন না। মাত্র ২,,, ১ জনই যথেষ্ট আপনার ট্রেডের ১২ টা বাজানোর জন্য। আমার কিছু বাস্তব ঘটনা তুলে ধরব সামনের পোস্টে যেখানে আপনাকে বাকিটা বুঝতে পারবেন।
  • যখন আপনার পারিবারিক যামেলা বা কোন Internal প্রবলেম চলবে তখন চেষ্টা করবেন ট্রেড থেকে দূরে থাকার।
  • বেশি সময় ধরে MT4 ওপেন রাখা আরও একটা বড় ধরনের প্রবলেম। এটা আপনার ট্রেড দেবার প্রবণতা বাড়িয়ে দেয় এবং ম্যানি ম্যানেজমেন্ট নষ্ট করে দেয়।

 

  • বার বার ট্রেডিং STRATEGY পরিবর্তন করা আকেনটা আপানার RUNNING ট্রেড এর STOP LOSS বার বার মুভ করানোর মত যা আপনার ট্রেডিংয়ের ঝুকি অনেকাংশে বাড়িয়ে দিবে। আমাদের চেষ্টা করা উচিত যেকোন একটা TRADING STRATEGY ধারাবাহিক ভাবে ট্রেড কারা। তবে হ্যা আপনি আপনার ট্রেডিং Strategy মার্কেট অনুযায়ী পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন বা বিয়জোন করতে পারেন।
  • একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ তা হল… আমাদেরকে PROFITABLE ট্রেডার হতে হবে……শুধূমাত্র ANALYST নয়। আমি দেখা মতে অধিকাংশ BIG LOSSERরাই হল বড় বড় ANALYST। এরা শুধু মার্কেট Analysis ই করতে পারে কিন্তু নিজের Analysis এর উপর বিশ্বাস করে নিজেই ট্রেড দিবার CONFIDENT পায় না। সুতরাং চেষ্টা করবেন নিজের Analysis গুলাকে যতটা সম্ভব SIMPLE রাখার। মনে রাখবেন ফরেস্ক্র মার্কেটে আপনি যত বেশি ANALYSIS করবেন তত বেশিই CONFUSED হবেন।
  • আমি অনেক ভাল ভাল ট্রেডারদের (Foreign Trader) ব্যক্তিগতভাবে চিনি যারা কিনা খুব ভাল ANALYST না কিন্তু নিয়মিতভাবে প্রফিট কারে যাচ্ছে শুধুমাত্র সাধারন কিছু Market EquationS এবং Strong Trading Psychology দিয়ে।
  • আপনার DAILY/WEEKLY/MONTHLY টার্গেট সম্পূর্ণ হয়ে গেলে MT4 বন্দ করে দেওয়া উচিত। ওভার ট্রেডিং..... ট্রেডিং সাইকলজি নষ্ট করে দেবার আরও একট বড় কারণ। এখানে লোভ করলেই মারা খেতে হবে NO DOUBT!
  • প্রফিটেবেল এবং ভেরিফাইড ট্রেডারদের সাথে কানেকটেড থাকা আবশ্যক কারন ট্রেডিংয়ে “সফল” বলে কন শব্দ নেই। আজ ভাল ট্রেড করতে পারেন ,,, কিন্তু ২ দিন পর যে লস করবেন না তার কোন GURANTEE নেই। তাই সর্বদাই শেখার ভেতর দিয়েই যেতে হবে।
  • Patience রাখতে হবে। আপনি কখনই একদিনে আপনার পূর্বের লস রিকভার করতে পারবেন না.. আবার পারবেন না একদিনে বড়লোকও হতে। আপনাকে আস্তে আস্তে অগ্রসর হতে হবে।

কিছূ ট্রেডিং এর খুটি নাটি যেগুলো সর্বদাই আপনাকে মাথায় রাখতে হবে...

  • খুব বেশি লেভারেজ না নেওয়া । আপনি যত বেশি লেভারেজ নিবেন ততো বেশি আপনারে RISK TENDENCY বাড়বে। লেভারেজ ২০০ থেকে ৫০০ এর মধ্যে হওয়া ভাল।
  • STOP LOSS দিয়ে ট্রেড করা, News Trade বেশি না করা, Overtrade না করা etc.
  • Demo Trade থেকে সর্বদাই দূরে থাকা ভাল কারন যখন কেউ ডেমো ট্রেড করে ,,, পরে তার Real এ ADJUST করতে প্রবলেম হয়।
ওভারঅল এই বিষয়গুলো আমাদেরকে সর্বদাই মনে রাখতে হবে এবং মেনে চলতে হবে।
 

Recent Article
loading
Broker Section