loading

FOREX BASIC COURSE

ডাবল টপ ও ডাবল বটম প্যাটার্ন সামগ্রিক

  • 5.0 (2 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 24th, 2019 05:34 pm

ডাবল টপ DOUBLE TOP):

ডাবল টপ হল একটা বিয়ারিশ রিভার্সাল চার্ট প্যাটার্ন যা বুলিশ ট্রেন্ডে দেখতে  পওয়া যায়। নাম থেকেই বোঝা যায় যে এই প্যাটার্নে ২ টা চুড়া থাকবে। নিচে চিত্রের মাধ্যমে প্যার্টার্নটি বোঝানো হল:

উপরের চার্টটি ভালো করে লক্ষ করুণ যেখানে TOP 1 এবং TOP 2 তৈরি হয়েছে একটি আপট্রেন্ডের Resistance লেভেলে। আমরা জানি প্রাইস লেভেল যখন একটা নির্দিষ্ট লেভেলে বার বার ReTest করে তখন সেই লেভেল অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। যে কারনে এই প্যাটার্ন অনেক শক্তিশালী Reversal নির্দেশ করে থাকে। তবে আপনাকে অবশ্যই বুঝতে হবে এটা আসলে Double TOP প্যাটার্ন কি না। এবার আসুন জেনে নেওয়া যাক Double Top প্যাটার্ন চেনার উপায়।

ডাবল টপ চেনার উপায় (HOW TO VERIFY DOUBLE TOP PATTERN): 

  • ট্রেন্ড (TREND): Double TOP প্যাটার্ন অবশ্যই আপট্রেন্ডে এবং একটি শক্তিশালী Resistance লেভেলে হবে। আপনাকে আপট্রেন্ড এবং Resistance লেভেল সম্পর্কে নিশ্চিত হতে হবে। এক্ষেত্রে Daily Chart কে প্রাধান্য দেওয়া যুক্তিযুক্ত।
  • ১ম চুড়া (1ST PICK): প্রথম চুড়াটা(TOP-1) ট্রেন্ডের সর্বচ্চ হাই হিসেবে গঠিত হবে। তারপর প্রাইস লেভেল Retracement-এ চলে যাবে এবং মার্কেটে একটা Short Bearish Momentum লক্ষ করা যেতে পারে।। মনে রাখতে হবে যে প্রাইস লেভেল এমন ভাবে নামবে যাতে বোঝা যায় যে মার্কেট টেম্পোরারি মুভ করবে এবং প্রাইস লেভেল সাপর্টে চলে যাবে।
  • ২য় চুড়া (2ND PICK): প্রাইস লেভেল সাপোর্টকে রিজেক্ট করে আবার ১ম চুড়ার কাছাকাছি চলে যাবে। তারপর আবার ফল করা আরাম্ভ করবে। ১ম চুড়া পার করে প্রাইস উপরের দিকে যেতে পারেনি আর এটা আমাদের সংকেত দিচ্ছে যে মার্কেটে লংটার্ম Bearish Trend বিরাজ করতে পারে।
  • নেকলাইন (NICK LINE): ডাবল টপ ফর্ম করেছে এর মানে এটা না যে এখনি প্রাইস রিভার্স করবে। ডাবল টপের প্রাইসের মুভমেন্টের মধ্যে যে লো তৈরি হয়েছে সেটাকে নেকলাইন বলে। প্রাইস যখন নেকলাইন ব্রেক করে তখন ডাবল টপ সম্পন্ন হয়।

ENTRY POINT নির্ধারন করা:

একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে, প্রাইস লেভেল নেকলাইন NICK LEVEL কে ব্রেক করার পর পরবতী Support Zone থেকে আবার Nick Level কে Retest করতে পারে এবং রিটেস্ট লেভেলই হতে পারে Perfect Entry Point। তবে মার্কেটে এটার ব্যতিক্রমও ঘটে থাকে। 

 

ডাবল বটম (DOUBLE BUTTOM):

ডাবল বটম হল একটা বুলিশ রিভার্সাল চার্ট প্যাটার্ন যা বেয়ারিশ ট্রেন্ডে দেখতে পওয়া যায়। নাম থেকেই বোঝা যায় যে এই প্যাটার্নে ২ টা বটম থাকবে। নিচে চিত্রের মাধ্যমে প্যার্টার্নটি বোঝানো হল:

ডাবল বটম চেনার উপায় (HOW TO VERIFY DOUBLE BOTTOM PATTERN): 



ট্রেন্ড (TREND): Double Bottom প্যাটার্ন অবশ্যই ডাউনট্রেন্ডে হবে এবং একটি শক্তিশালী Support লেভেলে হবে। আপনাকে ডাউনট্রেন্ডে এবং Support লেভেল আগে নিশ্চিত হতে হবে। এক্ষেত্রে Daily Chart কে প্রাধান্য দেওয়া যুক্তিযুক্ত।
১ম বটম (1ST BOTTOM): প্রথম বটম (Bottom 1) ট্রেন্ডের সর্বচ্চো হাই হিসেবে গঠিত হবে। তারপর প্রাইস লেভেল Correction নিবে এবং মার্কেটে একটা Short Bullish Momentum লক্ষ করা যেতে পারে।। মনে রাখতে হবে যে প্রাইস লেভেল এমন ভাবে উঠবে যাতে m বুঝতে হবে মুভমেন্টটি Temporary মার্কেট টেম্পোরারি একটা ব্রেক নিচ্ছে এবং প্রাইস লেভেল সাপর্টে চলে যাবে।
২য় চুড়া (2ND BOTTOM): প্রাইস লেভেল Resistance(NickLine) রিজেক্ট করে আবার ১ম বটমের কাছাকাছি চলে যাবে। তারপর আবার বুল করা শুরু করবে। ১ম বটম পার করে প্রাইস নামে  যেতে পারেনি আর এটা আমাদের সংকেত দিচ্ছে যে মার্কেটে লংটার্ম Bullish Trend বিরাজ করতে পারে।
নেকলাইন (NICKLINE): ডাবল বটম ফর্ম করেছে এর মানে এটা না যে এখনি প্রাইস রিভার্স করবে। ডবল বটম প্রাইসের মুভমেন্টের মধ্যে যে হাই(High) তৈরি হয়েছে সেটাকে নেকলাইন বলে। প্রাইস যখন নেকলাইন ব্রেক করে তখন ডাবল বটম সম্পন্ন হয়।

ENTRY POINT নির্ধারন করা:

একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে, প্রাইস লেভেল নেকলাইন NICK LEVEL কে ব্রেক করার পর পরবতী Resistance Zone থেকে আবার NickLevel কে Retest করবে এবং রিটেস্ট লেভেলই হবে Entry নেবার জন্য যথাযথ জায়গা।

Recent Article
loading
Broker Section