loading

FOREX BASIC COURSE

ট্রেডিং সাইকোলজি (Trading Psychology)

  • 5.0 (11 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 23rd, 2019 03:17 am

ট্রেডিং সাইকোলজি জানার আগে আমাদের আগে জানতে হবে সাইকোলজি কি? আসুন দেখে নেওয়া যাক:

সাইকোলজি (Psychology) কাকে বলে?

মনোবিজ্ঞান বা মনস্তত্ত্ববিদ্যা (ইংরেজি: Psychology) হল , মানসিক প্রক্রিয়া ও আচরণ সম্পর্কিত বিদ্যা ও অধ্যয়ন। এটি বিজ্ঞানের একটি তাত্ত্বিক ও ফলিত শাখা যাতে মানসিক কর্মপ্রক্রিয়া ও আচরণসমূহ নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান করা হয়। বিভিন্ন বিজ্ঞানী মনোবিজ্ঞানকে "মানুষ এবং প্রানী আচরণের বিজ্ঞান" হিসেবে সংজ্ঞায়িত করেছেন। আবার অনেক বিজ্ঞানী একে সংজ্ঞায়িত করেছেন "আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান" হিসেবে।

মনোবিজ্ঞান মূলত মানুষের সাথে সম্পর্কিত, তবে অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। মনোবিজ্ঞানকে সম্পূর্ণভাবে অধ্যয়ন করা কঠিন হওয়ার কারণে, মনোবিজ্ঞানীগণ প্রায়শই বিভিন্ন সময়ে এর বিভিন্ন অংশের দিকে নজর দেন। বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সঙ্গে মনোবিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক ও যোগসূত্র রয়েছে। এর কিছু ক্ষেত্র হল মেডিসিন, আচরণবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, এবং ভাষাবিজ্ঞান।

 

মনোবিজ্ঞানের কর্মক্ষেত্রে, একজন পেশাগত প্রশিক্ষণার্থী বা গবেষককে মনোবিজ্ঞানী এবং সামাজিক, আচরণিক ও চেতনাবিজ্ঞানী বলে ডাকা হয়। মনোবিজ্ঞানী ব্যক্তিগত ও সামাজিক আচরণের ক্ষেত্রে মানসিক কর্মপ্রক্রিয়ার ভূমিকাকে বোঝার চেষ্টা করেন। পাশাপাশি তারা চেতনাগত প্রক্রিয়া ও আচরণের পেছনের মনস্তাত্ত্বিক ও স্নায়বিক প্রক্রিয়াকেও অনুসন্ধান করেন।

ট্রেডিং সাইকোলজি কাকে বলে ( What is Trading Psychology)?

একই ট্রেডিং সিস্টেম ব্যবহার করে কেউ খুব ভালো ট্রেড করছে আবার কেউ একাউন্ট জিরো করে ফেলছে। আপনি প্রশ্ন করতে পারেন, একই ট্রেডিং সিস্টেম আবার কিভাবে হলো? আমি বলব হ্যা… আমরা সবাই একই সিস্টেমে ট্রেড করার চেষ্টা করে থাকি, কেননা আমরা সবাই চেষ্টা করি সাপোর্ট থেকে BUY এবং রেজিস্ট্যান্স থেকে সেল ট্রেড করার জন্য। আপনি যে মেথডই অনুসরণ করেন না কেন, আপনি নিশ্চয় রেজিস্ট্যান্স থেকে BUY দিতে চাইবেন না?

অনেকে অনেকদিন ধরে ট্রেড করছে কিন্তু সফল হতে পারছে না আবার অনেকে খুব অল্পদিনেই এই সেকটরে বেশ সফলতা পাচ্ছে। অনেকে অনেক ইন্ডিকেটর, অনেক সুন্দর সুন্দর ট্রেডিং স্ট্রেটেজি ব্যবহার করছে কিন্তু আশানুরূপ সফলতা পাচ্ছে না আবার অনেকে খুব সাধারন ট্রেডিং সিস্টেম দিয়েই ধারাবাহিকভাবে প্রফিট করে যাচ্ছে।

আসলে এমনটি কেন হচ্ছে? এক কথায় বলতে গেলে এটি হওয়ার কারণ হলো ট্রেডিং সাইকোলজি যা ট্রেডিং এর ক্ষেত্রে ১০০ কে ০-তে এবং ০-কে ১০০-তে পরিনত করতে পারে।

ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে সাইকোলজি অনেক বড় একটি বিষয়। অনেক সময় দেখা যায় পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক জ্ঞান এবং দক্ষতা থাকার পরও সাইকোলজিক্যাল কারণে ট্রেডাররা এই মার্কেটে সফল হতে পারছে না। আর এই সাইকোলজিক্যাল ভুল সমূহ অনেক গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় ফরেক্স মার্কেটে। মনসতাত্তিক ভুলগুলো কোন জাতীয়, সাংস্কৃতিক কিংবা সামাজিক বৈষম্যভেদে হয় না। এটি একটি সার্বজনীন বৈশিষ্ট্য।

Recent Article
loading
Broker Section